এই বইটি স্পোর্টস কুইজে অংশগ্রহণ করা এবং বলাই বাহুল্য, ভালো করার সুস্পষ্ট উদ্দেশ্যে পড়া হয়েছিল৷
আমি অশোকদাকে মোটামুটি ভালোই চিনি। কলকাতার লোক, উঁচু শ্রেণীর কুইজার। পরিশ্রমী, কুইজ'অন্তপ্রাণ মানুষ - বিস্তর খটোমটো কুইজ বানান । শুনেছি ভালো খেলোয়াড়'ও ছিলেন একসময়।
তিনি যে পরিশ্রমী মানুষ, তা অবিশ্যি বইটা পড়লেই বোঝা যায়। খেটে লেখা- খুব বিস্তারিত। ভারতের খেলাধুলো আর খেলোয়াড়দের নিয়ে ট্রিভিয়ার বই - সিরিয়াস কুইজারদের খুব'ই কাজের জিনিস।
Recommended!