কোন সে ক্ষেত্র যার পরিসীমা অসীম, কিন্তু ক্ষেত্রফল সসীম? তার সাথে অসীম গুণোত্তর ধারার কী সম্পর্ক। পল্টু মিয়া কি জানে দ্বিমিক থেকে দশমিকে রূপান্তরের নিয়মটা অমন কেন? পৌনঃপুনিকের অনন্ত চক্রের গভীরে কী আছে। ৭ দিয়ে বিভাজ্যতা পরীক্ষার অদ্ভুত নিয়মটা কেন কাজ করে, গসাগুর নিয়মটা এমন কেন, কোন সমস্যাগুলো গণিতবিদদের। এখনো দিনরাত, সমাধান করলেই কোটি টাকার হাতছানি? অঙ্ক শিখে আদৌ কি লাভ আছে? এমন অনেক প্রশ্ন যাদের মনে কৌতূহল জাগায় তাদের জন্য এই বই নিবিড় গণিত: অঙ্কের ভেতরের গল্প।
জন্ম ১৯৮৬ সালের ২৮ জুলাই কুষ্টিয়াতে। এইচ এস সি পর্যন্ত লেখাপড়া ওখানেই। এরপর বুয়েট থেকে তড়িৎ কৌশলে (EEE) স্নাতক শেষ করে এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনাতে পিএইচডি'র জন্যে পড়ালেখা করছেন। তিনি নানামুখী সামাজিক ও শিক্ষা বিষয়ক কর্মকাণ্ডের সাথে জড়িত।
চমক হাসান মানেই ভালোবাসার আরেক নাম। উনার নতুন বই না পড়া পর্যন্ত কিছুতেই শান্তি পাই না। প্রতিবছর অনেকগুলো গল্পের বইয়ের মধ্যে উনার একটা বই আলাদারকম প্রশান্তি এনে দেয় মনে। চমক ভাইয়ার মতো কিংবা আমার মতো যারা গনিত ভালোবাসেন, তারা বইটি ষোলোআনা উপভোগ করবেন।
দারুণ একটা তথ্য দিই আপনাদের । আপনারা যারা চমক ভাইয়ের "গনিতের গপ্পো" সিরিজটা ইউটিউবে দেখেছেন তাদের জন্য আলাদা একটা চমক আছে। ঠিক ঐখানের কিছু বিষয়গুলোকে আরো এক্সটেন্ডেড করে পাবেন। যা আপনার ইউটিউবে দেখা ও বোঝার ঘাটতি টুকু পূরন করবে।
আরো সুবিশাল করার ইচ্ছে আছে রিভিউটিকে। এমন বই নিয়ে প্রশংসা শেষ হওয়ার মতো না। কৃতজ্ঞতা চমক ভাইকে ।নিজে সুস্থ ও সুন্দর থাকুন এবং আমাদেরকে আরো সমৃদ্ধ করুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি।