মুফতি মুহাম্মাদ শফি রাহ.—সমগ্র বিশ্বের ইলমি ময়দানে যাঁর পরিচয় তিনি। এবং বিশেষত উপমহাদেশ যাঁর ইলম ও চিন্তার কারনামায় চিরঋণী; এই মনীষার রচিত গ্রন্থটির বাংলায়ন সিরাতে খাতামুল আম্বিয়া সাঃ। সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল এই গ্রন্থে চিত্রিত হয়েছে নবিজীবনের ছোট-বড় সমূহ দিক। বিশেষ বিবেচনায় নবিজির জিহাদ ও বহুবিয়ে নিয়ে করা হয়েছে স্মরণযোগ্য আলোচনা। দেওয়া হয়েছে এ সম্পর্কে বিরুদ্ধবাদীদের বিভ্রান্তি, আপত্তি, সংশয় আর প্রশ্নের দালিলিক ও বুদ্ধিবৃত্তিক জবাব।
এমন আরও কিছু বিষয়ের সংযোজনে গ্রন্থটি অনন্যতায় পেয়েছে আকর্ষণীয় এক সুর ও সার। তা ছাড়া লেখক এর উৎস বানিয়েছেন হাদিস ও ইতিহাসের কালজয়ী সব গ্রন্থকে। ফলে এটি অঘোষিতভাবেই হয়ে উঠেছে সময়ের এক শ্রেষ্ঠ রচনা। আর তাই থানবি রাহ. তাঁর খানকায়ে ইমদাদিয়ার পাঠ্যসূচিভুক্ত করেন একে। এরপর থেকে আজ অবধি উপমহাদেশের মাদরাসাগুলোর সিলেবাসে সুবাস ছড়াচ্ছে গ্রন্থটি।
সিলেবাসভুক্ত হলেও এর নির্দিষ্ট কোনো পাঠকশ্রেণি আমাদের উদ্দেশ্য নয়। আমরা একে সর্বশ্রেণির জন্য সুপাঠ্য করতে যথাসাধ্য সতর্ক থেকেছি শুরু থেকে শেষ পর্যন্ত। ফলে কিশোর ও সর্বসাধারণের কথা মাথায় রেখে এর ভাষায় পাণ্ডিত্যসুলভ উচ্চারণ পরিহার করেছি। বিপরীতে সহজ-সাধারণ শব্দ-বাক্য ব্যবহারে থেকেছি আন্তরিক।
সিরাত পড়তে কখনোই বোধহয় ক্লান্তি আসে না৷ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বইটা ছোট কলেবরে হলেও বেশ তথ্যসমৃদ্ধ। ছোট বাচ্চা বা যারা নতুন সিরাত শুরু করতে চান বা যাদের খুব বেশি বই পড়ার অভ্যাস নেই কিন্তু নবীজি (সা.) সম্পর্কে জানতে চান তাদের জন্য এই বইটি খুবই উপকারী হবে৷ আর বইটি যেহেতু মাদরাসার সিলেবাসভুক্ত তাই ছোটদের জন্য একদম পার্ফেক্ট। এছাড়া বইয়ের শেষে ৪০টি হাদিস যোগ করা হয়েছে।
সর্বশেষ কালান্তর প্রকাশনীকে শুকরিয়া তাদের এই উদ্যোগের জন্য৷ আল্লাহ তাদের কাজকে কবুল করুন।
Brief, touches most of events of Seerah, tries to answers few modern queries. There might be few cons, but overall the book is good, particularly for a modern beginner reader and it will increase the love for the Prophet [s] inshaAllah.
মহানবী সাঃ এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে রচিত এই গ্রন্থটি। আমার পড়া এ যাবৎ কালের সবচেয়ে তথ্যবহুল এবং সেরা একটি বই এটি। ছোট্ট এই বইটি এক বসাতেই পড়ে ফেলা সম্ভব। প্রকাশনার ক্ষেত্রে অনুবাদ ছিল সাবলীল। সহজেই যে কেউ এটি বুঝতে পারবে। তবে কিছু জায়গায় প্রিন্টিং এ সমস্যা যেমন লেখা ঝাপসা হয়ে যাওয়া চোখে পড়েছে কিন্তু এটি খুব একটা ঝামেলা করবে না।
▪︎এখানে খুবই সংক্ষিপ্ত আকারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সকল দিক উঠে এসেছে, বাদ যায়নি কিছুই। দামটাও খুবই কম, প্রায় দেড়শো পেজের বইয়ের নির্ধারিত মূল্য মাত্র ৭০ টাকা।
পরিশেষে, যারা কখনো সিরাত অধ্যায়ন করেননি কিন্তু সিরাত পাঠে আগ্রহী, তাদের এই বই দিয়ে শুরু করাটা হতে পারে উপযুক্ত সিদ্ধান্ত।
এটি সিরাত স্টার্টার প্যাক। হাজার সিরাত পড়লেও তো মন ভরে না। সেই সিরাতের মহাসমুদ্রের সামান্য একফোটা পানি এটি। একটি সংক্ষিপ্ত সীরাত হিসেবে এটি এর দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। ছোট কিন্তু প্রচুর তথ্যবহুল বইটি। সিরাত পড়া শুরু করার জন্য আদর্শ বই।
গ্রন্থটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংক্ষিপ্ত জীবনী। প্রিয় রাসুল (সাঃ) এঁর জীবনগাথা পড়তে বরাবরই ভালো লাগে। তবে এ গ্রন্থটির স্বতন্ত্রতা রয়েছে। বইটি ছোট হলেও বেশ তথ্যবহুল। এক কথায় "ছোটা প্যাকেট বঅড়া ধামাকা" আল্লাহ লেখককে বারাকাহ দান করুক।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত সীরাত বা জীবনী গ্রন্থের কথা চিন্তা করলে নিঃসন্দেহে এই কিতাবটির কথাই সবার প্রথমে মনে আসবে। মুফতি মুহাম্মাদ শফি রহিমাহুল্লাহ এর একটি কালজয়ী অনবদ্য রচনা। মহান রব্বুল আলামীন ওনাকে এবং বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
আমার মতে এটা বিগিনারদের পড়ার জন্য অনবদ্য সিরাত গ্রন্থ। সংক্ষেপে রাসুল স.-এর জীবনী জানার সেরাই বলা চলে। একনাগাড়ে দীর্ঘক্ষণ পড়লে কোনো বিরক্তি আসবে না।
A must read for beginners. Amazing translation. কালান্তরের টা পড়েছিলাম। অনুবাদ এতো প্রানবন্ত! মাশা আল্লাহ। পড়া শুরু করলে মনে হয় পড়েই যাই। উপহার দেওয়ার মতো বই,পিচ্ছি অথচ অসাধারণ।