যাবতীয় দু'আ ও আমল করার জন্য ফায়দা দায়ক। উপকারী বলতে যা বলে আরকি। নিয়মতি দু'আ, যিকির, আমল, সুন্নাত পালনের জন্য সেরা বইয়ের একটি।বাংলা ভাষায় মৌলিক এমন কাজ, এতো বড় কলেবরে কমই হয়েছে। অবশ্য সংগ্রহ করার মতোন বই।
তাছাড়া লেখকও আমার প্রিয়। মনে হয় কেউ আমাকে হাত ধরে, সুন্দর ভাবে, উত্তম ভাষায় উপদেশ দিচ্ছেন।