এ কালের দশজন বলিষ্ঠ কলমচির লেখা নিয়ে তৈরি এই বিশেষ নিবেদন। পল্লব হালদার, উৎস ভট্টাচার্য, তন্ময় নন্দী, অভিষেক টিটো চৌধুরী, অভীক পোদ্দার, অজিতেশ নাগ, অনিমেষ ঘোষ, সঞ্চারী চক্রবর্তী চ্যাটার্জ্জী, প্রদীপ্তা রায়চৌধুরী সেন, অমৃতা ঘোষ প্রমুখের দশটি ভিন্ন স্বাদের ভৌতিক ও অলৌকিক জঁরের লেখা আছে এই সংকলনে।
কখনও আরবান লেজেন্ড আবার কখনো লাভক্র্যাফ্টিয়ান হরর, কখনও কোনো গল্প খুলে দেবে মন খারাপের দরজা তো কখনও সাইকোলজিক্যাল হরর আপনাকে ভাবতে বাধ্য করবে। সব মিলিয়ে, অনির্বাণ ভট্টাচার্য্য -র সম্পাদনায় এই সংকলনটি ভৌতিক ও অলৌকিক জঁরের এক অনবদ্য পরিবেশনা।