ভবিষ্য-ভুবনের সাতটি গল্প রয়েছে এই বইয়ে। তারা হল~ ১. প্রোজেক্ট ডলফিন ২. শেষের পরে ৩. আড়ালে ৪. অতিথি ৫. অমৃত চাই না ৬. যন্ত্র মানব ৭. সাইবার ফাউন্ডেশন এরা প্রায় প্রত্যেকেই ডিস্টোপিয়ার আখ্যান— সেও আবার এমন ধরনের ডিস্টোপিয়া যার সূত্রপাত ইতিমধ্যেই ঘটে গেছে আমাদের চারপাশে। একমাত্র 'অতিথি' গল্পটাতে কিছুটা অতিলৌকিক ছোঁয়া থেকে গেল বলে কিঞ্চিৎ হতাশ হলাম। বিশুদ্ধ কল্পবিজ্ঞান কাহিনির সংকলনে ওটুকু কি না রাখলে চলছিল না? বইটির ছাপা পরিষ্কার হলেও বানানের অবস্থা শোচনীয়। তবু, একটু অন্য ধাঁচের বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি পড়তে চাইলে এই বইটিকে আপন করে নিতেই পারেন।