শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস, কিছু অলৌকিক তথা গথিক ব্যাপার-স্যাপার, কিছু হোঁচট খেতে-খেতে থ্রিলিং হওয়ার চেষ্টা করা গদ্য আর সংলাপ। ইতিপূর্বে প্রকাশিত (কিন্তু বহু পরে লিখিত) 'তালভৈরব'-এর তুলনায় এটি মোটেই জমল না। তবে শাস্ত্রীয় সঙ্গীতের নানা কাহিনি আর খুঁটিনাটি বলার সময় লেখক যেভাবে ফর্মে ফিরেছেন, তাতে বোঝা যায় যে ওটিই তাঁর ফর্টে।
আগামী দিনে তাঁর লেখায় আমরা ওই বিষয়টি, আর তারই সঙ্গে জড়িয়ে থাকা নানা পুরাকথা নিয়ে একটা টানটান লেখা পাব— এমন আশা রাখি।