বাংলাদেশের রাজনীতির মাঠে দুই পরাশক্তি হলো আওয়ামী লীগ ও বিএনপি। দুটি দলই একাধিক মেয়াদে ক্ষমতায় ছিল, আছে এবং ভবিষ্যতেও ক্ষমতায় যাওয়ার আশা রাখে। ক্ষমতা পেতে তাদের মধ্যে আছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতার সীমানা ছাড়িয়ে তারা এখন প্রতিহিংসার বিষ ছড়াচ্ছে। সম্পর্কটা সাপে-নেউলের। সব বিষয়ে তাদের মত ভিন্ন, অবস্থান বিপরীত মেরুতে। আওয়ামী লীগ-বিএনপি নিয়ে মহিউদ্দিন আহমদের লেখা এ বইয়ে সমসাময়িক রাজনৈতিক প্রবাহ ও ঘটনাবলির প্রতিফলন রয়েছে।
জন্ম ১৯৫২, ঢাকায়। পড়াশোনা গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ১৯৭০ সালের ডাকসু নির্বাচনে মুহসীন হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএলএফের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। দৈনিক গণকণ্ঠ-এ কাজ করেছেন প্রতিবেদক ও সহকারী সম্পাদক হিসেবে। দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার্স ইন এনজিও স্টাডিজ’ কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক। তাঁর লেখা ও সম্পাদনায় দেশ ও বিদেশ থেকে বেরিয়েছে বাংলা ও ইংরেজিতে লেখা অনেক বই।
এম. এ ওয়াজেদ মিয়ার “বাংলাদেশের রাজনীতি ও চালচিত্র” বইটার অনেক বিষয় এই বইয়ের মাধ্যমে প্রাক্টিকালি বুঝতে পেরেছি। যদি বিএনপি ও আওয়ামী লীগের নিজস্বতা বা কেন্দ্রীয় আদর্শ বলে কিছু আছে বলে মনে হয়না। তাই তাদের সম্পর্কে এক্সাক্ট কিছু তুলে ধরা আর সেটাকে গিলে খাওয়া বোকামিরই নামান্তর।