গভীর রাতে ঘরের চৌকাঠে পা রাখলো আজরাইল , এদিক ওদিক তাকালো , তারপর আমার শিয়রের কাছে এসে বসলো , দুষ্ট লোকের মতো তাকাল আমার দিকে । আমি তাকে অনুনয় করে বললাম - আমার খুব জ্বর । কলাবাগানের মোড়ে অষুধের একটা দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে । আমাকে এক পাতা প্যরাসিটামল ট্যাবলেট এনে দিবেন প্লিজ?
মশিউল আলমের সব গল্প ই চমৎকার ।
আঞ্চলিক ভাষার সৃজনশীল ব্যবহারের মাধ্যমে প্রতিটা গল্পতেই সামাজিক মানুষদের সীমা্বদ্ধতা ও তাদের কুরুচিপূর্ণ কালচারের উপর একটা ব্যাঙ্গাত্মক , রসাত্মক ও কষাত্মক আঘাত করার চেষ্টা করেছেন ।
একই সাথে ট্রাজেডি আর কমেডির এক বিপুল সমাহার । পড়তে বেশ আরামবোধ হয় ।