নন-ফিকশন, বিশেষত খবরের কাগজের প্রথম পাতায় ঢেউ তুলেও কিছুদিন পর হারিয়ে যাওয়া, অথচ মনের কোণে কৌতূহলের ধিকিধিকি আগুন জ্বালিয়ে রাখা নন-ফিকশন পরিবেশনের ক্ষেত্রে সমৃদ্ধ দত্ত অতুলনীয়। তাঁর একঝাঁক লেখা স্থান পেয়েছে এই বইয়ের দু'মলাটের মাঝে। ভূমিকা-তেই লেখক স্পষ্ট করে দিয়েছেন, এই বইয়ের 'সিক্রেট' ও 'মিশন' শুধুমাত্র এস্পিওনাজ বা কম্যান্ডোদের কার্যক্রমে সীমাবদ্ধ নয়। বরং আমাদের চারপাশে, অনেকসময় আমাদের চোখের সামনেই অর্থ ও ক্ষমতার জন্য যে নিরন্তর ক্ষুরধার খেলা চলেছে, তাদেরই পর্দার পেছনের দৃশ্যগুলো ঠিক সিনেমার মতো করে পরিবেশন করেছেন তিনি। এতে আছে~ ১. মেড ইন চায়না; ২. বুলেট জাস্টিস; ৩. দুর্নীতির ইতিকথা; ৪. মিশন তালিবান; ৫. ড্রাগ ও গ্ল্যামার; ৬. বায়ো ওয়ার ও একটি অভিযান; ৭. পেন্টিং রহস্য; ৮. রেড করিডর। অধ্যায়গুলোর শীর্ষনাম পড়েই নিশ্চয় বুঝতে পারছেন, আন্তর্জাতিক রাজনীতি থেকে এনকাউন্টার স্পেশালিস্টদের কীর্তি, বলিউড থেকে মাওবাদ, হর্ষদ মেহতা থেকে ভ্যান গখ— সবাই আছেন এখানে। রয়েছে অলিখিত ইতিহাস। আছে কিছু দীর্ঘশ্বাস আর বিষণ্ণ বাতাস। তবে সব ছাপিয়ে আছে পড়া একবার শুরু হলে শেষ না হওয়া অবধি ছুটিয়ে নিয়ে যাওয়ার জোর। আজ্ঞে হ্যাঁ, বইটা সত্যিই আনপুটডাউনেবল। বিভিন্ন সময়ে একই সূত্রে বদ্ধ বিষয়ের বেশ কিছু লেখায় পুনরুক্তি-দোষ দেখা দিয়েছে। প্রকাশের আগে সেগুলো একটু হলেও ট্রিমিং করে নিলে পারতেন। আর বইটাতে সামান্য কিছু মুদ্রণ প্রমাদ থাকলেও অলংকরণ বা ফটোর অভাবটা কষ্ট দিয়েছে। তবে এ-সব উপেক্ষণীয়। কিন্তু বইটা কোনোমতেই হাতছাড়া করা উচিত নয়। সুযোগ পেলেই পড়ে ফেলুন।