Moinul Ahsan Saber (Bangla: মঈনুল আহসান সাবের; born 1958) is a fiction writer of Bangladesh. He is the executive editor of popular weekly magazine Saptahik 2000 (সাপ্তাহিক ২০০০), published from Dhaka.
His father, Ahsan Habib, was one of the main modern poets of Bangladesh and Saber emerged as a writer and gained fame with the publication of his first novel Porasto Sahish (পরাস্ত সহিস) in 1982.
মঈনুল আহসান সাবেরের প্রথম গল্পগ্রন্থ "পরাস্ত সহিস"। তরুণ বয়সের লেখা হলেও তিনি জীবনের বাস্তব অভিজ্ঞতা, মানুষের ভেতরের টানাপোড়েন এবং সমাজের চাপকে খুব সরল অথচ গভীরভাবে তুলে ধরেছেন। বইটির গল্পগুলো মূলত ১৯৮০-এর দশকের সময়কে কেন্দ্র করে লেখা, যখন দেশের সমাজব্যবস্থা এবং মানুষের জীবন এক ধরনের অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছিল। সেই সময়ের মধ্যবিত্ত মানুষের চিন্তা, দুঃশ্চিন্তা, আশা-ভরসা, ভাঙন—সবকিছু গল্পগুলোর মধ্যে খুব স্বাভাবিকভাবে ফুটে উঠেছে। তিনি সাধারণ মানুষের নীরব যন্ত্রণা, দুঃখ, ক্লান্তি, সম্পর্কের দূরত্ব এবং ভেতরের একাকিত্ব—এসবকে সহজ ভাষায় ও বাস্তব অনুভূতিতে তুলে ধরেছেন। প্রতিটি গল্পের ভাষা, চরিত্র ও পরিবেশ আলাদা, যা গল্পগুলোকে আরও জীবন্ত করে। গল্পগুলোতে দেখা যায় মানুষ অনেক সময় বাইরে স্বাভাবিকভাবে বাঁচলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ে, নিজের সাথে লড়াই করে, এবং সমাজের নিয়ম-কানুনের কাছে হার মেনে নেয় যেন “পরাস্ত” হয়ে যায়। মূলত নাগরিক জীবনের টানাপোড়েন এই পরাস্ত সহিস'র সারকথা।