Kamala never even wanted to marry Vikash. She loved Anindya. Her father had arranged the match with Vikash, and she just went along. On her wedding day, there was a police raid. They took Vikash away. A political arrest. Many years later, a crippled Vikash returns “home” to Kamala. How will she receive him?
৫ আষাঢ় ১৩৩০, ২২ জুন ১৯২৩, বাংলাদেশের যশোর জেলার হাট গোপালপুর গ্রামে জন্ম। প্রাথমিক পড়াশোনা শ্রীহট্ট জেলার এক চা-বাগানে। স্কুলের দরজা পার হন নবদ্বীপে। ১৯৪৫ সালে আই এস-সি পাশ করেন। ১৯৪১ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তিনি ক্রমাগত পেশা বদলেছেন। প্রাইভেট টিউটর, ইলেকট্রিক মিস্ত্রী, খালাসি, রেস্তরাঁয় বয়, ট্রেড ইউনিয়ন অর্গানাইজার, ইস্কুল মাস্টার থেকে ভ্রম্যমান নৃত্য-সম্প্রদায়ের ম্যানেজার,ল্যান্ডকাস্টমস ক্লিয়ারিং কেরানি, প্রুফ রিডার। ১৯৭৫ সালের মিসা (MISA) অর্থাৎ অভ্যন্তরীণ জন-নিরাপত্তা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সাংবাদিকদের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য বহু নির্যাতন সহ্য করেও নিরন্তর সংগ্রামের ব্রতী ছিলেন। এই মানবতাবাদী লেখক ও সাংবাদিক সম্মানিত হয়েছেন বহু পুরস্কারে। তার মধ্যে উল্লেখযোগ্য আনন্দ পুরস্কার (১৯৭০), কো জয় উক স্মৃতি-পুরস্কার (১৯৭৬), খো যাই স্মৃতি-পুরস্কার (১৯৭৮), ম্যাগসাইসাই পুরস্কার (১৯৮১), এবং বঙ্কিম পুরস্কার (১৯৮২)। মৃত্যু : ১৫ ডিসেম্বর ২০০০।
কমলা বিয়ে করতে চায়নি বিকাশকে। কিন্তু তার ভালোবাসার মানুষকে বাবা মেনে না নিয়ে জোর করে বিয়ে দেয়। বাসর রাতেই পুলিশ ধরে নিয়ে যায় নকশালপন্থী বিকাশকে। দীর্ঘ ১২ বছর পরে ছাড়া পেয়ে সে কমলার কাছে এসে ওঠে। এরপরের মাস তিনেকের সংক্ষিপ্ত বিবরণ এই উপন্যাসিকা।
গৌরকিশোর ঘোষ তার বৈচিত্রময় উপস্থাপনা এনেছেন এই বইটিতেও। বেশ ভাল লাগে পড়তে।
ক্লিনিক্যাল ডিপ্রেশন আর ADHD র কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার লেখাপড়া। অ্যাকাডেমিক তো না পড়ে উপায় নেই বলে কষ্ট হলেও পড়ি। কিন্ত আউট বুক একেবারেই পড়া হয়না। এবছর বোধহয় সব মিলিয়ে পঞ্চাশ টা বই ও পড়ি নি। তাও অধিকাংশ ই রিরিড করেছি। নয়তো হুমায়ূন আহমেদের সহজ সহজ বই পড়েছি। জটিল কিছু ধরার ধৈর্য্য থাকে না। আর টানা পড়তে পারি না। এক বই ধরে কিছুটা পড়ে রেখে দিই। শেষ করতে পারি না। এক পাতা খুলে সামনে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। দেখি কিছুই পড়া হচ্ছে না। খারাপ লাগে। তবে মাঝে মাঝে মনে হয় আমার আর আত্মহত্যার মাঝে যেই জিনিস টা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আজও সেটা হলো সাহিত্য। আরো কয়েকটা ভালো বই পড়ার জন্য আমি আরো হাজার বছর বেঁচে থাকতে পারি। কোনো নতুন বই পড়ে শেষ করলে মনে হয় আমি একটু একটু করে সেরে উঠছি। আবার স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি।
এটাও খুব র্যানডমলি পড়তে নিছিলাম। লেখক কে চিনি না। কখনো আগে এই বইয়ের নাম শুনিনি। পড়লাম। ছোট বই। তাও দুইদিন ধরে পড়লাম। গল্প আহামরি কিছু না। সেই ঘিসাপিটা নকশাল আর সেই অনিমেষ মাধবীর মতো কাহিনী। তবে সময়টা ভালো কাটলো।