গো মানে জ্ঞান, গো মানে চন্দ্র সূর্যের কিরণ, গো মানে বেদ, গো মানে ধর্ম। এই ধর্ম তো শুধু ফুল-বেলপাতা নৈবেদ্যের ধর্ম নয়, এই ধর্ম হল সেই জীবনবোধ যা আমাদের মধ্যে ভালোমন্দের ভাবনা, চেতনা তৈরি করে। ফলে ধর্মের সঙ্গে জড়িয়ে যায় মানবজীবনের সমস্ত অঙ্গ এমনকী রাজনীতিও। প্রাচীন ভারতের তথা মহাভারতের ধর্ম, রাজনীতি আর সেকালের সমাজে ধর্মাধর্ম, রাজনীতি প্রভৃতির ক্ষেত্রে যাঁরা নীতি নির্ধারকের ভূমিকায় থাকতেন—সেই ব্রাহ্মণদের সম্পর্কে তিনটি সুদীর্ঘ প্রবন্ধ স্থান পেয়েছে এই বইতে।