প্রয়াত চিত্রপরিচালক তরুণ মজুমদারের লেখা প্রথম এবং শেষ উপন্যাস। মৃত্যুর আগে তিনি উপন্যাসটি সম্পূর্ণ করে যেতে পেরেছিলেন। সরাসরি গ্রন্থরূপে প্রকাশ করার আগে, তাঁর ইচ্ছে ছিলো উপন্যাসটিকে কোনো পত্রিকায় যদি ধারাবাহিকভাবে প্রকাশ করা যায়। তাঁর সেই ইচ্ছেকে সম্মান জানিয়ে উপন্যাসটি নিয়মিত প্রকাশিত হচ্ছে "সংবাদ প্রতিদিন" পত্রিকার সাপ্তাহিক ম্যাগাজিন "রোববার"-এ।
তরুণ মজুমদারের জন্ম বাংলাদেশের বগুড়া জেলায়, ৮ জানুয়ারি ১৯৩১। উত্তম-সুচিত্রা অভিনীত "চাওয়া পাওয়া" সিনেমা পরিচালনার মধ্যে দিয়ে ১৯৫৯ সালে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তরুণ মজুমদার। এরপর একের পর এক বাণিজ্যসফল ছবি তৈরির মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রে স্থায়ী আসন অর্জন করেছেন। তাঁর পরিচালিত বিখ্যাত ছবির মধ্যে কয়েকটি হলো : সংসার সীমান্তে, গণদেবতা, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ইত্যাদি। শেষ জীবনে লেখালিখি শুরু করেছিলেন। "সিনেমাপাড়া দিয়ে" নামের আত্মজীবনী লিখে সর্বস্তরের পাঠকের প্রশংসা লাভ করেছেন। মৃত্যুর ঠিক আগে শেষ করেছিলেন তাঁর একমাত্র উপন্যাস "ঘরের বাইরে ঘর"। মৃত্যু - ৪ জুলাই ২০২২ কলকাতায়।