অদ্ভুত আবেগে আচ্ছন্ন ‘অনুগামিনী’ উপন্যাসে ইতিহাস কথা বলে চলে আর পাঠকের সামনে জীবন্ত হয়ে ওঠে সময়। শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতার পাশাপাশি গিরিশচন্দ্র ঘোষ, তিনকড়ি সহ অনেক ঐতিহাসিক চরিত্র এই আখ্যানে উপস্থিত। কেউ সবিশেষ উজ্জ্বল আজও। আবার কোনও কোনও চরিত্রকে আলোয় ফিরিয়ে আনতে চেয়েছেন লেখক। অন্তর্জাগরণের অসাধারণ এই কাহিনিতে আবিষ্ট হবেন পাঠক। চৈতন্যময় পরম ভালবাসার ইঙ্গিতে পরিপূর্ণ হয়ে আছে এই উপন্যাস।
অভিজিৎ চৌধুরীর জন্ম ১ সেপ্টেম্বর ১৯৬৩, মধ্য কলকাতায়। ইংরেজি সাহিত্যে এম এ। পি জি ডি পার্সোনাল ম্যানেজমেন্ট। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(এক্সিকিউটিভ)। বর্তমানে তেহট্ট, নদীয়ার বিডিও।প্রকাশিত উপন্যাস ‘মন্থরা’, ‘সমাগত মধুমাস’(১ম ও ২য় খণ্ড), ‘ধর্মান্তর’, ‘ধর্মে আছি জিরাফে নেই’ ইত্যাদি। ছোটগল্পের বই ‘দশটি গল্প’। পেয়েছেন মদনমোহন তর্কালংকার সম্মাননা ২০১৭। ‘মন্থরা’ উপন্যাসটি ওড়িয়া ভাষায় অনূদিত।