সমস্যাটা পুরনো, কিন্তু যে-দৃষ্টিভঙ্গি থেকে তার বিশ্লেষণ—তা সর্বাংশে নতুন। আধুনিক জীবন ও মানসিকতার সঙ্গে যুক্তিহীন প্রথা ও সংস্কারের বিরোধ নিজস্ব এক দৃষ্টিকোণ থেকে নানাভাবে নেড়েচেড়ে দেখতে আগ্রহী শক্তিমান তরুণ লেখক আবুল বাশার। বিশেষত, মুসলমান সমাজের বিবাহ, বিচ্ছেদ ও বহুবিবাহের সমস্যাকে। এই সংকলনের সুদীর্ঘ তিনটি গল্পে সমাজের ভিন্ন-ভিন্ন স্তরে এই সমস্যাকে স্থাপন করে তার প্রতিক্রিয়ার স্বরূপটি দেখতে চেয়েছেন আবুল বাশার। দেখতে চেয়েছেন, আলাদা-আলাদা প্রেক্ষাপটে কীভাবে বদলে যায় এই সমস্যার তাতপর্য, কীভাবে তালাক-ঈদ্দত-তহলীলের জটিল পাকে নিরন্তর নিষ্পেষিত নারী-সমাজ, কীভাবে ধর্ম হয়ে ওঠে এক কূট তামাশা। শেষাবধি তাঁর কাহিনীতে অবশ্য আন্তর্জাতিক ও আন্তর্জাগতিক সমস্যারই প্রতিফলন। কোথাও তা গ্রীক-ট্র্যাজেডির মর্মান্তিকতায় আচ্ছন্ন, কোথাও-বা তা বিশুদ্ধ কোরানের আয়াতে মন্দ্রিত। শুধু নারী নয়, পুরুষও কীভাবে শৃঙ্খলিত, এ-সংকলনের আশ্চর্য তিনটি কাহিনীতে তারও অনন্য পরিচয়।
আবুল বাশারের জন্ম ১৯৫১ খ্রীস্টাব্দে। ছয় বছর বয়সে সপরিবার গ্রাম তাগ। মুর্শিদাবাদের লালবাগ মহকুমার টেকা গ্রামে বসবাস শুরু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যের স্নাতক। হিন্দিভাষা-সাহিত্যেরও ডিপ্লোমা। গ্রামের স্কুলে ১০-১২ বছর চাকুরি। কাজ করেছেন সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায়। দারিদ্র্যের চাপ আর সামাজিক বিষমতা ও পীড়ন কৈশোরেই লেখালেখিতে প্ররোচিত। উত্তীর্ণকৈশোরে, ১৯৭১ সালে, প্রথমে কবিতাগ্রন্থের প্রকাশ। নাম : ‘জড় উপড়ানো ডালাপা ভাঙা আর এক ঋতু’। পরবর্তী এক দশক লেখালেখি বন্ধ। জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে। বহরমপুরের ‘রৌরব’ পত্রিকাগোষ্ঠীর প্রেরণায় লেখালেখিতে প্রত্যাবর্তন। কবিতা ছেড়ে এবার গল্পে। প্রথম মুদ্রিত গল্প ‘মাটি ছেড়ে যায়’। ‘ফুলবউ’ উপন্যাসের জন্য পেয়েছেন ১৩৯৪ সালের আনন্দ-পুরস্কার।
গ্রীক ট্রাজেডির মতো মেলানকোলিক তিনটা দীর্ঘ গল্প। গল্পের বাঁকে বাঁকে বিষন্নতার ঢেউ আছড়ে পড়ে পূর্ণ শক্তিতে। তাতে নদীর পাড় ভাঙার মতো পাঠকের মানসপটে একটা ভাঙন ধরে বৈকি!
লেখকের বাক্য গঠন বড়ই ভয়ানক। চাবুকের মতো আছড়ে ফেলে সমাজের রন্ধে রন্ধের ঢুকে থাকা ক্রুয়েল সব নিয়মের বেড়াজালে আটকে থাকা নর-নারীর শ্বাস। ম্যান ভার্সেস সোসাইটির মারপ্যাচে পুরুষ হয়ে উঠতে চায় নিৎসের উবারম্যানশ। কিন্তু আবুল বাশার বজ্র নিক্ষেপ করে দেখালেন, অস্বীকৃত এক সত্য; পুরুষও ভয়ংকরভাবে শৃঙ্খলিত তথাকথিত সব সোশ্যাল কন্ট্রাক্টের কাঁটাতারে।