রিফাতের সাথে ইডিথের প্রথম সাক্ষাতটি ছিল খানিকের, কিন্তু এর মধ্যেই দুজন অনুভব করতে পারে তাদের মধ্যে সংযোগটি। এমন এক মানব-সংযোগ যা সময় এবং স্থানকে উপেক্ষা করে আছে তাদের মাঝে। এরই নাম কি প্রথম দেখায় ভালোবাসা? উত্তরটি পায় না তারা কেউ। উত্তরটির খোঁজে নামে দুজন। কিন্তু যতই ইডিথকে আবিস্কার করার চেষ্টা করে রিফাত, ততই সে বুঝতে পারে ইডিথ নামের মানুষটির মুখোশের আড়ালে লুকিয়ে আছে আধ্যাত্মিক এক রহস্য। উপস্থিত হয় তার সামনে একই ইডিথের দু-সংস্করণ, এক পার্থিব আর এক অপার্থিব। কি সম্পর্ক তাদের মাঝে? খুঁজে কি পাবে রিফাত দুই ইডিথের সত্য? কোথায় এই রহস্যের উৎপত্তি? উত্তরার সেই পরিত্যক্ত হ্রদে? নাকি হিনামিযাওয়ার উপত্যকার প্রান্তে? আর বৃত্তাকার এই কাহিনীটিকে প্রাণ দিয়েছে কে? সহস্র বছর আগের এক যাজিকা? নাকি ইডিথ নিজেই?
Aspiring supernatural-thriller author from Bangladesh who is willing to explore different genre's of fiction to provide thrilling tales to his readers. His published books are: 1. দ্য রেড ডোর 2. ইউক্লিড 3. অসমাপ্ত ক্যানভাস 4. এক হাজার সূর্যের নিচে 5. ডাস্কমেইডেন 6. ক্রিমসন 7. দ্য ব্ল্যাক ফ্লেইম And many more to come!
প্রথমেই বলে নেয়া ভালো যে, পাঠক হিসেবে আমি ভীষণ খুঁতখুঁতে। ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম বইটি প্রকাশের। এক বসাতেই শেষ করে দিলাম। কনসেপ্ট কিংবা প্লট হিসেবে ভালোই লেগেছে, বিশেষ করে ইডিথের আসল পরিচয় উন্মোচন হওয়া পর্যন্ত৷ মূল সমস্যা লেগেছে চরিত্রায়নে। বড় একমাত্রিক ছিলো চরিত্রগুলি- বিশেষ করে রিফাত নামের চরিত্রটি। সবকটা চরিত্র উচ্চবিত্ত শ্রেনির হওয়াতে রিলেট করতে অনেকটাই কষ্ট হয়েছে৷ আরেকটু ভ্যারিয়েশন আশা করেছিলাম। মাল্টি পিওভি হওয়াতে বারেবারেই ন্যারেটর চেঞ্জের সময়ে গুলিয়ে ফেলছিলাম চরিত্রগুলি। অধ্যায়ের শুরুতে পিওভি চরিত্রের নাম দিলে আরেকটু সুবিধা হতো৷ কয়েকটি চরিত্র এবং ঘটনার অবসান বেশ তাড়াহুড়ো করে করা হয়েছে বলে মনে হয়েছে। বিশেষ করে মাইশার এক্সের ব্যাপারটা। মাইশার অবস্থানটাও একটু অদ্ভুত লেগেছে বিশেষ করে আমাদের সামাজিক প্রেক্ষাপটে। বাকিটা ভালোই ছিলো। বেশকিছু বানান ভুল ছিলো এদিক সেদিক। আর জায়গায় জায়গায় ইংরেজি কবিতা/গানের ব্যবহার দৃষ্টিকটু লেগেছে। তবে রিফাত-লিয়ানার সম্পর্ক চিত্রায়নে লেখক কোন ঘটতি রাখেন নি। বড় মায়াময় ছিলো সম্পর্কটা৷ যদিও রোমান্স আমার একটুও ভালো লাগে না, তবুও শুধুমাত্র এই দুজনের সম্পর্কের কি পরিণতি হবে তা জানতে একটানে পড়ে গিয়েছি পুরোটা। ডাস্কমেইডেনের মিথটা আরেকটু বিস্তারিতভাবে বলা হবে হলে আশা করেছিলাম। বিশেষ করে দেবতা জিসাকোর পরিচয় এবং তার আসল উদ্দেশ্য ধোঁয়াশাই রয়ে গেলো শেষ পর্যন্ত। পুরো কাহিনী জুড়ে তার প্রভাব থাকলেও শেষে আরো কিছুটা ব্যাখা আশা করেছিলাম, যেহেতু এটা স্ট্যান্ডএলোন কাহিনী। প্রচ্ছদটা দারুণ ছিলো। মূলত প্রচ্ছদ দেখেই কিনেছিলাম বইটি। বাঁধাই এবং প্রডাকশনও ভালো ছিলো৷ লেখনি আরেকটু পরিপক্ক হলে আরো বেশি ভালো হতো। যাই হোক, তবুও বলবো যে, ভালোই উপভোগ করেছি পুরো কাহিনী৷ প্লট এবং কনসেপ্ট নির্বাচন আর তা দেশীয় প্রেক্ষাপটে ফুটিয়ে তোলাবার জন্য লেখককে সাধুবাদ দিতেই হয়৷ চরিত্রায়ণ আরেকটু গভীর হলে হয়তো সাড়ে তিন তারা দিতে পারতাম৷ সবশেষে বলা যায় যে, যারা সুপারন্যাচারাল রোমান্স পছন্দ করেন তারা অনেকখানিই উপভোগ করবেন বইটি।