বহুদিন পর পাঠ-প্রতিক্রিয়া লিখতে বসলাম। কেননা পরিচিত মানুষজনের বইয়ের ব্যাপারে দুই-চার খানা কথা বলা সহজ। ভালো বললেও তারাসহ কেউ গা করে না, মন্দ বললেও না...সকলি গরল ভেল।
জনাব মারুফ হোসেন নিরীক্ষাধর্মী কাজ, তথা অ্যাডাপ্টেশন করার জন্য খাসা একখানা বই বেছে নিয়েছেন। খাসা বলছি এই কারণে যে বইটির সঙ্গে সম্ভবত বাংলাদেশের অনেককিছুই সহজে মিলে যায়। তাই তার কাজও সহজ হয়েছে। কাজ সহজ করতে এই বই বেছে নেয়া, না বই বেছে নিয়ে কঠিন কাজকে সহজ করা হয়েছে-সেই বিতর্ক কালের পাতে তোলা থাক।
প্রথমেই আসি গল্পের প্রেমিসের ব্যাপারে। বইয়ের শুরুটাকে অনেকটা ঢিমে-তেতালা বলা চলে। প্রথম দিকে অবশ্য মনে হওয়া বিচিত্র নয় যে কোনো একখানা কোর্টরুম থ্রিলার হাতে তুলে নেয়া হয়েছে। কিন্তু পুঁটি মৎস শিকারের নিমিত্তে জেলে নদীতে গমন করিয়া যে শোল মাছ মারিচ্ছেন, তাহা প্রতীয়মান হয় কিয়দংশকাল পরে লাশের আগমনের সঙ্গে সঙ্গেই!
অতঃপর দৌড়, ছাপ। অতঃপর ইঁদুরের পেছনে বেড়াল আর বেড়ালের পেছনে মানুষ। কে যে কোন চরিত্রে আছেন তা বোঝা মুশকিল...এমনকী শেষ পাতা পর্যন্ত গিয়েও!
চরিত্রসমূহ বেশ ফ্ল্যাশড আউট। মূল চরিত্রগুলোর মনোভাব, আদর্শ, ভাবনা-চিন্তা এবং নানা পদক্ষেপের মাঝে রয়েছে ভারসাম্যপূর্ণ বিস্তৃতি। তাই পড়তে গিয়ে মনে হয় না যে শ্রদ্ধেয় মারুফ সাহেব পুরো লাইন বাই লাইন অনুবাদ করেছেন, বরঞ্চ বইটিকে সহজপাচ্য করার পেছনে তার পরিশ্রম আঁচ করা যায়।
ইতিহাস সাক্ষী, 'অবলম্বনে' লেখা বইগুলোতে ছোটখাটো অনেক অসামঞ্জস্য থাকে। যেমন বাংলাদেশে এসে চরিত্র ব্যবহার করেন এটিঅ্যান্ডটি মোবাইল, চরিত্রের পরিচয় জানার জন্য ব্যবহার করা হয় 'ডেন্টার রেকর্ড', আদালতে গিয়ে মাননীয় জুরির সামনে কেস উপস্থাপন করেন মাননীয় আইনজ্ঞরা। তবে খুনে অরণ্যতে আমার চোখে তেমন কিছু পড়েনি। থাকতে পারে, তবে আমি পাইনি আরকী।
বইয়ের গল্প নিয়ে আপত্তি শুধু এক জায়গায়- শেষের পরের শেষ। কোবেনে বইতে এমন হয়। এন্ড ক্রেডিটে ১ মিনিটের একটা সিন দিয়ে দেন তিনি। কারও কারও খুব ভালো লাগে, কারও হজম হয় না। আমার হয় না, এখানেও হয়নি।
আমি বইটি উত্তরাধিকার সূত্রে ছাপার খানিক আগে পড়েছি, তবে কোয়ালিটি দেখার ইচ্ছে ছিল বেশ। পেপারব্যাক কোম্পানির বাংলাদেশে একটাই, বাকিটার চেষ্টা করে। অধিকাংশ ক্ষেত্রেই সফল হয় না, তবে প্র প্রকাশনের সফল হবার সম্ভাবনা বেশি বলেই মনে হয়।
পাতার মান নিউজপ্রিন্ট পেপারব্যাক হিসেবে ভালো। বাঁধাই, ছাপা ও মলাটও গ্রহণযোগ্য। দাম খানিকটা বেশি বলা চলে, তবে ২৩২ পাতার বই ১২০ টাকা খুব বেশিও না।
আপত্তি আছে একটূ, ছাপাটা আরেকটু বড় হলে সম্ভবত খারাপ হতো না। বুড়ো হচ্ছি, চশমাও ভাঙছে; কয়েক পা পাতা পড়ার পর একটু চাপ লাগল চোখে।