The first few chapters were kind of repetitive. The last chapter was actually good and it had substance in it. শেষে পরিশিষ্ট ও নোটসগুলো বেশ ইনফরমেটিভ। গল্পের ধাচে না লিখে প্রবন্ধের মতো লিখলে এই সিরিজটা আরও উপকারি হতো বোধহয়। তবে গল্পে লেখার ভালো দিকও আছে অবশ্য।
ডাবল স্ট্যান্ডার্ড সিরিজের প্রতিটা বই একেকটা মাস্টারপিস। সিরিজের অন্য বইগুলোর মতো এই বইয়ের গল্পগুলোতেও যেমন বিষয়ভিত্তিক আলোচনাগুলো ফুটে উঠেছে, ঠিক তেমনই কীভাবে কার্যকরভাবে দাওয়াহর কাজ করা যায় বা করা উচিত সেটাও তুলে ধরা হয়েছে।
এগেন মাস্টারপিস। ডাবল স্ট্যান্ডার্ড সিরিজের অন্য বইয়ের মতো এটারও তুলনা হয়না। আগের নলেজের সঙ্গে ডট কানেক্ট করে মূল বিষয় বুঝিয়ে দেওয়া, যেন মনে হলো এই বিষয়তো আগে থেকেই জানি। জাস্ট মেলাতে পারছিলাম না।
এই কাজটাই ডা. সাহেব নিপুণ হাতে করেছেন।
বইয়ের আলোচ্য বিষয় ধর্ম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড, আম্মা আয়িশা রা. বিবাহ, জান্নাতের বিবরণ(হুর-গেলমান, নদী-পাহাড়)সহ আমার সবচেয়ে বেশি কৌতূহলের বিষয় "নারীরা সাক্ষে ও উত্তরাধিকারে অর্ধেক কেন?"।
এক কথায় মাস্টারপিস! সিরিজের বিগত বইগুলোর মতোই অসাধারণ যুক্তিতে সমৃদ্ধ বইটি। এছাড়া বইটির টপিকগুলোও ছিল অতিপরিচিত ও ইউনিক বিষয়বস্তু। তবে কুরআন ও হাদিস সংকলন সম্পর্কিত "তথ্য সংরক্ষণ" পার্টটা বইটির গুনগতমান বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।