এই বইটি যতটা জ্ঞানের তার চেয়ে বেশি আনন্দের, চিন্তার-আনন্দের। লেখক মনে করেন, গণিত পৃথিবীর সবচেয়ে মজার বিষয়। অনেক মানুষ এটাকে ভয় পায় কারণ মজার অংশগুলো তাদের জানানো হয় না। কেমন অদ্ভুত ছিল গণিতবিদদের জীবন? আসলে কে আবিষ্কার করেছিল পিথাগোরাসের উপপাদ্য? কিভাবে মাথায় এল আইডিয়াটা? তিন মেয়ের সমস্যাটা কী ছিল? মাথায় চুলের সংখ্যা কত? অনন্ত জলিল গণিত নিয়ে সিনেমা বানালে কী সংলাপ বলতেন? এমন মজার সব চিন্তা, সমস্যা আর গল্প নিয়েই গণিতের রঙ্গে: হাসিখুশি গণিত।
জন্ম ১৯৮৬ সালের ২৮ জুলাই কুষ্টিয়াতে। এইচ এস সি পর্যন্ত লেখাপড়া ওখানেই। এরপর বুয়েট থেকে তড়িৎ কৌশলে (EEE) স্নাতক শেষ করে এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনাতে পিএইচডি'র জন্যে পড়ালেখা করছেন। তিনি নানামুখী সামাজিক ও শিক্ষা বিষয়ক কর্মকাণ্ডের সাথে জড়িত।
নিজের প্রতি নিরপেক্ষ থেকে বলতে গেলে চমক হাসানের প্রতি একটু পক্ষপাতিত্বের কথা অস্বীকার করতে পারব না। তার উপর আবার গণিত! মানুষের যতপ্রকার জ্ঞান অর্জিত হয়েছে তার মাঝে বোধয় গণিতই সবচেয়ে বেশি বিমূর্ত (abstract). প্রাচীন বললেও ভুল হবে না, কারণ, ভুল হলে তো হিসেবের ভুল!- হিসেব করব কী দিয়ে? বইটি গুরুপাক নয়, বরং আরামপাঠ্য। গণিত যে মজার— আমার কাছেও তার একটা প্রমাণসূচক ইঙ্গিত আছে। ছোটবেলার বাংলা, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, ধর্ম বইগুলো থেকে সব গল্প, আর প্যারাগ্রাফ উঠিয়ে দিয়ে যদি কেবল ওসব বইয়ের প্রশ্নগুলো নিয়ে বই ছাপানো হত কেমন হত? যেটুকু আনন্দ আছে বলে বিশ্বাস করতে পারতে তাও নিষ্কাশিত হয়ে যাবে। গণিতের বইয়ের কথা ভেবে দেখুন তো— কই! গল্প-টল্প তো তেমন ছিল না, বইভরা কত প্রশ্ন! এত প্রশ্ন মনে হয় আর কোনো বইয়ে ছিল না। গণিত আসলে খুব বিরস হতে চাইলেও পারে না, দুয়ার খোলার মত এক্র পর এক আনন্দ বেরিয়ে আসে। একটা কিছু বের করে ফেলার আনন্দ। সমস্যা সেরে ফেলার আনন্দ। নিজের ক্ষমতাকে আবিষ্কারের আনন্দ।
জয় হোক গণিতের, আমাদের মন আরোহণ করুক আনন্দের সর্বোচ্চ চূড়ায়।
'গণিতের রঙ্গে: হাসিখুশি গণিত' বলতে গেলে- বইটা চমক ভাইয়ের "গণিতের রঙ্গে'' ভিডিও সিরিজের রাইটিং ভার্সন। ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে দেখে ফেলছিলাম।আমার বেশ কিছু কনফিউশন যেমন: ইনফিনিটি, অসঙ্গায়িত, অনির্ণেয় এসবের মাঝে পার্থক্য কি?, চিরচেনা (a+b)2=a2+b2+2ab এর সহজ প্রমাণ, শূন্য দিয়ে কেন ভাগ করা যায় না? ইত্যাদির সমাধান পেয়েছিলাম।গণিত নিয়ে মজার কিছু গল্প বইটিকে আরো সহজ পাঠ্য, মজার করে তুলেছে। ভিডিওর আবেদন দেখার সাথে সাথে শেষ হয়ে যায়! কিন্তু একটি বইয়ের আবেদন থাকে বইটি বারবার পড়ার। আমার বুকশেল্ফের বইগুলো আমাকে বারবার ডাকে, ''আমাকে আর একবার পড়না?'' কলেজের পড়ার চাপে বা না পড়া বইয়ের প্রতি লালসার কারণে সবকটা বই আবার পড়তে না পারলেও যে কয়টা বইয়ের আহবানে সাড়া না দিয়ে পারিনা এই বইটি সেগুলোর একটি! ক্ষুদে ম্যাথামেথিশিয়ানরা বইটি ব্যাক্তিগত সংগ্রহে রাইখো, ভিডিওগুলো দেখলেও!
It took four days to finish this book. If you would like to know the basic of math then this book is not for you. Witter discussed some amazing things about Mathematics. I never realized Pi can be an amazing number before reading this book. Some problems are also fun to finish. Writer mostly read this book using metaphor that makes easier to understand the facts. No jargon, or theory is discussed here.
বইটা নিয়েছিলাম মেলা থেকেই কিন্তু এতদিন পড়া হয়নি। আজকে শুরু করে একবারেই শেষ। একটু বেশিই ভালো লাগলো। পাজল ভালো লাগে দেখে বইয়ের মধ্যে দেয়া ধাঁধাগুলো ও সল্ভ করে মজা পেলাম! চমক ভাইয়ার কাছ থেকে সামনে এরকম আরো বই পাবো আশা করছি। :D
ইউটিউবে চমক হাসান স্যারের ‘গণিতের রঙ্গে’ সিরিজের সাথে আমরা কম-বেশি সকলেই পরিচিত। সেই ভিডিওগুলোরই অনুলিখন হলো ‘গণিতের রঙ্গে হাসিখুশি গণিত’ বইটি। আচ্ছা, আমাদের বেশিরভাগের কাছে গণিত বিষয়টা কেমন? নিঃসন্দেহে অনেকেই বলবেন– অত্যন্ত ঘটমট আর খানিকটা চিরতার পানির স্বাদের! কিন্তু এমন তেঁতো বস্তুকেও যে কতো সুন্দর করে অনুভব করা যায় তা-ই উপস্থাপন করা হয়েছে বইটিতে। আমরা কেবল গণিতের চিরায়ত গাণিতিক রূপটাই দেখেছি, কিন্তু এর মজার দিকগুলো জানিই বা ক’জনে! এমন সব মজার মজার গণিত আর গণিতের গল্প নিয়েই এই বইটি।
বইটি আসলে চমক হাসানের ইউটিউবে "গণিতের রঙ্গে" সিরিজের রাইটিং ভার্সন। ভিডিও সিরিজে ১০টি ভিডিও রয়েছে, সেই ১০টি ভিডিও নিয়েই ছোট ছোট ১০টি অধ্যায়।
আমি প্রথমে যেহেতু ভিডিওগুলি আগেই দেখেছিলাম, তাই আমার কাছে বইটি নতুন কিছু ছিল না। ভিডিও এর মুখে বলা কথাগুলিই বইতে টাইপ করা হয়েছে। তবে ভিডিও কে ভিডিও হিসেবেই দেখলে বেশি উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস৷ গণিতের রঙ্গে সিরিজের ভিডিওগুলি চমক হাসান গণিতের নানান মজার বিষয় অনেক উপভোগ্যভাবে উপস্থাপন করেছেন। আমার গণিতের প্রতি আগ্রহী হওয়ার যাত্রা শুরু বলতে গেলে সেই ভিডিও সিরিজ থেকেই৷
তাই যাদের ইন্টারনেট সুবিধা রয়েছে তাদেরকে আমি ইউটিউব থেকেই ভিডিওগুলি দেখে নিতে বলব, বইয়ের প্রয়োজন মনে করছি না। কারণ "ডিজি পিথাগোরাস" Rap Song শোনা অবশ্যই শুধুমাত্র লিরিক্স পড়া থেকে বেশি উপভোগ্য।
তবে যাদের ইউটিউব থেকে দেখে নেয়ার সুযোগটি নেই। তারা বইটি সংগ্রহ করে পড়তে পারেন। খারাপ লাগবে না একদম ই। কারণ বই হিসেবেও এটি অনেক ভালো ❤
বইটা আপনাকে গনিতকে নিয়ে আলাদা ভাবে ভাবতে শিখাবে।ছোট কাল থেকে গনিত এর একেকটা সূত্র তোতা পাখিট মত মখস্ত করানো হয়।অথচ কেউ বলেই না সূত্র গুলো কোনটা কোথায় থেকে আসলো।কেউ বলে না বলতে বেশি ভাগ স্যারেই এমন। যার কারনে আমাদের মাঝে গনিত নিয়ে ভীতি ঢুকে যায়। পরে গনিত এর প্রতি আনিহা প্রকাশ পায়।বইটি যে কাউকেই গনিতের প্রতি ভালোবাসা জাগরন করবে।আমার কাছে বইটি অনেক ভালো লাগলো।🤓🤓🤓🤓
One aspect where our Bangladeshi curriculums, specially Math one, fails terribly is adding the fun features of Mathematics. The whole benefit of loving Math is not getting better at Math rather the way it teases you cognitively which eventually ripples anything that you love most.That’s where its beauty lies. I hope people ll continue falling in love with Mathematics. This book can be their first of many dates!
গণিত নিয়ে ভয়, নতুন কিছু নয়। সংখ্যার রাজ্যে ডুব দিতে পারার অনুভূতিই অন্যরকম। গণিতকে Feel করার অত্যন্ত জন্য চমৎকার একটি বই। প্রথমে তামিম শাহরিয়ার সুবিন স্যারের ‘গণিত করব জয়’ তারপর এই বইটি পড়ার পরামর্শ থাকল। গণিত আর জ্যামিতির বেসিক অনেক শক্তিশালী হবে, ইন শা আল্লাহ।
বুক টাইম মিভিউ দুপুর ৩ টায় যখন বইটা নিলাম, তখন মাথায় ছিল সামনে ম্যাথ অলিম্পিয়াড ছোট ভাইয়ের সে এরকম একটা বই পেলে খুশি হবে। বাসায় এসে দেখি ছোট ভাই কোচিং এ। আম্মাকে দিলাম। সন্ধ্যা ৭-টিভিতে একটা সিরিয়াল চলছে, কিন্তু আম্মা দেখি আমাকে হাত দিয়ে আট দেখায়!!কী ব্যাপার। বললেন ৯ এর নামতা নতুন নিয়মে শিখছেন। পরের দিন সকালঃ মা খুব খুশি। কী ব্যাপার। বাংলাদেশের যাই যাই অবস্থা ক্রিকেটে আর উনি খুশি। উনার উত্তর-আগে রাতে মরার স্বপ্ন দেখতাম, হা হুতাশ করতাম। আজ স্বপ্নে অঙ্ক করেছি। পরীক্ষা দিয়েছি। অসাধারন। অসংখ্য ধন্যবাদ লেখক কে। যার জন্য বই কিনাঃ তার মন্তব্য-চমক হাসানের সব ভিডিও ইউটিউবেই আছে, এই বইতে নতুন সেরকম কিছু নেই। তার রিভিশন হচ্ছে। বস্তুত এখন অংকের বইগুলো বিক্রি হয় কেন জানি-ম্যাথ অলিম্পিয়াডের নাম করে। যতই বলি আনন্দের সাথে শিখছে-দিনশেষে তাও সেই পরীক্ষা জুজু। একমাত্র এই বইটা ম্যাথ অলিম্পিয়াডকে কেন্দ্র করে না। যদিও আমি সেজন্যই নিয়েছিলাম। কেন জানি সবসময় যারা খুব ভাল ম্যাথ পারে তাদের হিংসা হয়। ধন্যবাদ। অসাধারন একটা বই।