এ বইটার সবচেয়ে দারুণ দিক হচ্ছে পশ্চিমাদের নবিজি (সাঃ) কে নিয়ে ভ্রান্ত ধারণা লেখক কত সুনিপুণ ভাবে ধরিয়ে দিয়েছেন। এই একটা কারণেই বইটা ৫ তারকার যোগ্য। গার্ডিয়ান প্রকাশনীর প্রতিটি কন্টেন্ট দারুণ হয়। সে আঙ্গিকে ২০২১ এ প্রকাশিত এ বইটার অনুবাদ যথেষ্ট সহজ সাবলীল ছিলো। বাংলাদেশে এই সিরাতটা বেশ আন্ডারেটেড। যাঁরা সিরাত পড়তে ভালোবাসেন তাঁদের জন্য অবশ্যপাঠ্য।
যদিও বইয়ের ভূমিকাতে বলা হয়েছে সিরাতটি গতানুগতিক নয় তবে আমার কাছে ব্যতিক্রম মনে হয়নি৷ ধারাবাহিক ভাবেই নবী স. জীবনের পূর্বের ও পরের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে বইটিতে৷ আজকাল কোরআন, হাদিসের আরবি আয়াত দিয়ে পৃষ্ঠা বৃদ্ধির যে প্রচেষ্টা করা হয় বইটি সে দোষ থেকে মুক্ত।
প্রাথমিক সিরাত পাঠকদের জন্য বইটি খুবই ভালো হবে মনে করি৷ একদম ৫০/৮০ পেজে অথবা হাজার পেজের সিরাতের চেয়ে শুরুতে পড়লে উপকৃত হওয়া যাবে।
This book is FULL of details and information about the Holy Prophet Muhammad (SAW). I am grateful to have come across it and to have read it. The only issue is the narrative which is, I believe, lacks a humane/soft touch to make readers feel the words and history even more. Overall, this book is very informative.