What do you think?
Rate this book


160 pages, Pocket Book
First published January 1, 1959

আমি যখন কোন ভালো কাজ করি, আমার ভালো লাগে, যখন আমি কোন খারাপ কাজ করি, সেটির অপরাধবোধ আমাকে তাড়িয়ে বেড়ায়। এটাই আমার ধর্মভালো মন্দের বোধ আমাদের সবারই আসলে আছে, যেটি নেই, সেটি হলো সদিচ্ছা। আনুইল কি আমাদের প্রচ্ছন্নভাবে এই সদিচ্ছা প্রয়োগের জন্য আহবান জানিয়ে গেলেন? এ প্রশ্নের উত্তর তিনি নিজে বোধহয় সরাসরি দিতেন না, কারণ, ভালো মন্দ বেছে নেবার, আপনার যে কোন সিদ্ধান্ত গ্রহণ করবার ভার তো আপনার নিজের-ই!

"Fate, it seems, is not without a sense of irony."
Morpheus, The Matrix (1999)

আমি যখন কোন ভালো কাজ করি, আমার ভালো লাগে, যখন আমি কোন খারাপ কাজ করি, সেটির অপরাধবোধ আমাকে তাড়িয়ে বেড়ায়। এটাই আমার ধর্ম।
নীতির আলাপ ত ম্যালাই দিলেন, আপনেই এবার কনঃ
অহন-ই যদি এক বান্দীর পোলায়
আঁৎকা আয়া চাক্কু মারবার চায়
তারে কি বুকে টাইনা কইবেন,
“খাড়ান, বাপজান! আমি কি আপনের সন্তান?”
নিজে লগে যে চাক্কুডা রাহেন, ঐডা দিয়া কি কান চুলকান?
জানের মায়া ব্যাবাকের-ই আছে।
হাততালি পাইবো ভাইবা দয়ার শইল সাইজা বহে কেউ যদি
খোদার কসম কইলাম আইজ মামা, তার মায়েরে আমি__”

