Jump to ratings and reviews
Rate this book

কবিতা সমগ্র #1

কবিতাসমগ্র ১

Rate this book
প্রথম কাব্যগ্রন্থেই পাঠকদের স্মরণে স্থায়ী চিহ্ন গেঁথে রাখার ক্ষমতা খুব কম কবিই দেখাতে পারেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘নীল নির্জন’ সেইরকমই একটি গ্রন্থ। রবীন্দ্রনাথের ঠিক পরবর্তী কবিগণ যখন প্রৌঢ়ত্বে পোঁছে বৈদগ্ধ্য ও তাত্ত্বিকতায় কবিতাকে খানিকটা ভারাক্রান্ত করে ফেলছেন সেই সময় নীরেন্দ্রনাথের ‘নীল নির্জন’ এসে পড়ে টাটকা সৌরভময় বাতাসের মতন। কবিতাগুলি মূলত রোমান্টিক, এবং তাতে ছন্দের দক্ষতা ও শব্দ ব্যবহারের নূতনত্ব অতি বিস্ময়কর। ‘নীল নির্জন’ প্রকাশের সময় কবির বয়েস প্রায় তিরিশ, এর আগে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে ছিলেন, এবারে কাব্যগ্রন্থে সন্নিবদ্ধ হলেন। তখনই বোঝা গিয়েছিল, এই কবি বাংলা সাহিত্যে চিরকালীন কিছু দিতে এসেছেন। তাঁর পরবর্তী কাব্যগ্রন্থ ‘অন্ধকার বারান্দা’-য় তিনি কবিতা-প্রেমিকদের আরও বেশি মুগ্ধ করলেন এবং প্রত্যাশাও অনেক বাড়িয়ে দিলেন। এই কাব্যগ্রন্থে তিনি কিছুটা সংহত হয়েছেন সমসাময়িক পৃথিবী সম্পর্কে কবি তাঁর আশা, বেদনা ও ভর্ৎসনা লিপিবদ্ধ করেছেন সতেজ, দ্বিধাহীন ভাষায়। প্রায় এই সঙ্গেই প্রকাশিত হয় তাঁর কাব্যনাট্য ‘প্রথম নায়ক’। তখনকার শক্তিমান কবিরা প্রায় কেউই কাব্যনাট্যের দিকে মনোযোগ দেননি, নীরেন্দ্রনাথের ‘প্রথম নায়ক’ কাব্য ও নাটককে মেলাবার এক সার্থক দৃষ্টান্ত স্থাপন করল। ‘নীরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’—পরপর এই দুটি বইয়ে তাঁর উত্তরণ অব্যাহত রইল এবং তিনি আবার চমকে দিলেন ‘কলকাতার যীশু’তে। আধুনিক কবিতার দুর্বোধ্যতার সব আবরণ ছিঁড়ে ফেলে কবিতার শরীরে আনলেন সরল সত্যের দীপ্তি। বাংলা কবিতার একটি নূতন ধারার প্রবর্তন করলেন তিনি। এই পর্যায় থেকে তার কবিতা বৃহত্তর পাঠক সমাজকে খুব কাছে ডেকে আনল। আধুনিক কবিতা সম্পর্কে যাঁদের ভয় ছিল, তাঁদের ভয় তিনি ভাঙলেন, রোদ্দুর-বাতাস-বৃষ্টির মতন বিশুদ্ধ কবিতার রসও সহজভাবে গ্রহণযোগ্য হল। ‘কলকাতার যীশু’ এ-কালের বাংলা কাব্যজগতে একটি প্রধান দিকচিহ্ন।

288 pages, Hardcover

First published November 1, 1982

1 person is currently reading
5 people want to read

About the author

Nirendranath Chakraborty

76 books33 followers
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে, ১৯ অক্টোবর ১৯২৪।পিতা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের বিখ্যাত অধ্যাপক।শিক্ষা: বঙ্গবাসী ও মিত্র স্কুল; বঙ্গবাসী ও সেন্ট পল’স কলেজ।সাংবাদিকতায় হাতেখড়ি দৈনিক ‘প্রত্যহ’ পত্রিকায়। ১৯৫১ সালে আনন্দবাজার প্রতিষ্ঠানে যোগ দেন। একসময় ছিলেন ‘আনন্দমেলা’র সম্পাদক এবং পরবর্তীকালে ‘আনন্দবাজার পত্রিকা’র সম্পাদকীয় উপদেষ্টা।কবিতা লিখছেন শৈশব থেকে। কবিতাগ্রন্থ ছাড়া আছে কবিতা-বিষয়ক আলোচনা-গ্রন্থ। আর আছে উপন্যাস ও ভ্রমণকাহিনি।শব্দ-ভাষা-বানান-শৈলী নিয়ে রচিত বিখ্যাত বই ‘বাংলা: কী লিখবেন, কেন লিখবেন’।পুরস্কার: ১৯৫৮ উল্টোরথ, ১৯৭৩ তারাশঙ্কর, ১৯৭৪ সাহিত্য অকাদেমি, ১৯৭৬ আনন্দ। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি (২০০৪-২০১১)। সাহিত্য অকাদেমির ফেলো ২০১৬। এশিয়াটিক সোসাইটির ইন্দিরা গান্ধী স্বর্ণপদক ২০১৫। কলকাতা (২০০৭), বর্ধমান (২০০৮), কল্যাণী (২০১০) বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট।কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিদ্যাসাগর লেকচারার হিসাবে ১৯৭৫ সালে প্রদত্ত বক্তৃতামালা ‘কবিতার কী ও কেন’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।বহুবার বিদেশ ভ্রমণ করেছেন। ১৯৯০ সালে লিয়েজে বিশ্বকবি-সম্মেলনে একমাত্র ভারতীয় প্রতিনিধি।শখ: ব্রিজ ও ভ্রমণ।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Harun Ahmed.
1,669 reviews440 followers
June 6, 2025
৩.৫/৫

প্রথম দুই কাব্যগ্রন্থ "নীল নির্জন" আর " "অন্ধকার বারান্দা"য় কবি খানিকটা আড়ষ্ট। নীরেন্দ্রনাথ নিজের ছন্দ পুরোপুরি খুঁজে পেয়েছেন "নীরক্ত করবী"তে এসে। "অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল" কিংবা "বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়" সহ তার বিখ্যাত ও মুখে মুখে ফেরা বহু পঙক্তি এই সমগ্রে আছে। সহজ, নিরাভরণ, অকপট নীরেন্দ্রনাথ  অন্তর্ভেদী ও প্রাজ্ঞ। বারবার ফিরে আসা যায় এসব কবিতার কাছে। বহু জায়গাতেই মনে হয়েছে এগুলো আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি, এসব পঙক্তি ক্ষমতা থাকলে আমার লেখার কথা ছিলো। কবির মতো আমারও তো প্রশ্ন -


অরণ্য, আকাশ, পাখি, অন্তহীন ঘুরিয়ে ঘুরিয়ে-
আকাশ, সমুদ্র,মাটি, অন্তহীন ঘুরিয়ে ঘুরিয়ে-
সমুদ্র, অরণ্য, পাখি ঘুরিয়ে ঘুরিয়ে
যতই ঘোরাও, আমি কী নতুন দেখব জাদুকর?
.......
যাবতীয় পুরনো দৃশ্যের
ললাটে রক্তের ধারা বয়ে যায়।আমি 
পুরানো আয়নার কাঁচ ঘুরিয়ে ঘুরিয়ে
নিজের রক্তাক্ত মুখ কত আর দেখব জাদুকর?
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.