সেদিন এই বইটার উপর, একজনের কমেন্টস দেখে পড়া শুরু করি। এক কথায় বলা যায় নৃশংস। পড়তে পড়তে মাঝে মাঝেই মনে হচ্ছিল, আমিও কি এতটাই নিষ্ঠুর যে এই বইটা পড়ছি আবার শেষ না হওয়া অব্দি পড়াও থামাতে পারছিলাম না। সত্যিই, কিছুটা হলেও মনের জোর দরকার এই বইটা পড়তে। অনুবাদ ই গাঁ শিউরে দেয়, মূল টা আর চেষ্টা করবো না।
অনুবাদক তার কাজ করেছেন, কিন্তু অনুবাদের মান গড়পড়তা চলতি বাজারে পাওয়া অন্যগুলোর মতই, কোন বিশেষত্ব নাই।