'নীলকন্ঠ পাখির খোঁজে' সিরিজটি তিন পর্বে আটখণ্ডে প্রকাশিত প্রায় আড়াই হাজার পৃষ্ঠার সুবৃহৎ উপন্যাস। প্রথম পর্ব নীলকণ্ঠ পাখির খোঁজে, দুখণ্ডে, দ্বিতীয় পর্ব, অলৌকিক জলযান, দুখণ্ডে, তৃতীয় পর্ব, ঈশ্বরের বাগান, চার খণ্ডে, খণ্ডিত বঙ্গের অখণ্ড বর্ণমালাকে তুলে ধর চেষ্টা করা হয়েছে। এর চরিতমালা অসংখ্য। লিরিকধর্মী এই উপন্যাস এত ক্ষুদ্র পরিসরে তুলে ধরা অবাস্তব চিন্তা। ফলে উপন্যাসটির প্রথম খণ্ডাংশের আংশিক কিছু ছবি সাধারণ পাঠকের কথা মাথায় রেখে ধারাবাহিকতা রক্ষা করে এই ক্ষুদ্র পরিসরে চিত্রিত করা হল। যে কাব্যিক সুষমায় এই উপন্যাসের গঠন, তাও যথা সম্ভব রক্ষা করার চেষ্টা হয়েছে। আসলে অগনিত সাধারণ পাঠক যদি এই ক্ষুদ্র পরিসর থেকে মূল উপন্যাসের রহস্যময়তায় এবং জীবনবোধে প্রবেশ করার আগ্রহ বোধ করেন তবেই আমার চেষ্টা সার্থক।
অতীন বন্দ্যোপাধ্যায়