এর চাইতে জঘন্য বাংলা এর আগে পড়েছি বলে মনে হয়না। লেখিকার চারিত্রিক জঘন্যতা সম্পূর্ণ উদ্ভাসিত হয়েছে এই বইয়ে। শুধু ভাষাগত দিক থেকে নয়, বরং লেখিকার দৃষ্টিভঙ্গিও আমাকে রীতিমতো বিরক্ত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখনীর চাইতে অধিকতর জঘন্য লেখনীর সাথে মোলাকাত হয়নি আমার। তার উপরে যদি সাহিত্যিক মান নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে বিরক্তি আরও স্বাভাবিক। বইটির কোন দিক সবচেয়ে অসহনীয় লেগেছে? জানেন? ভাষার জগাখিচুড়ি আর সস্তা আবেগের অতিরঞ্জন। বাচ্চাদের হেগো পাছু পরিষ্কার করতেও ব্যবহার করবো না।