আমরা যারা কবিতা পড়ি, কবিতা প্রচন্ড রকমের ভালোবাসি। তারা কিন্তু কবিতার আদ্যোপান্ত জীবন নিয়ে পড়ি না কিংবা জানার তেমন আগ্রহ দেখাই না। কবিতারও ঘর আছে, আছে তার বাহির, আছে সামনের দরজা, পেছনের দরজা। কবিতা স্বপ্ন, না সত্যি? কবিতা পৌঁছে দিতে চায় আমাদের? কার মুখোমুখি হলে কবিতারা খুশি হয়? কবিতা দিনের মতো স্পষ্ট নাকি রাতের মতো রহস্যময়? কতটুকুই বা চিনেছি আমরা কবিতাকে।
এসব নানান সংক্রান্ত নিয়ে এত সুন্দর একটা বই যে আছে, তা জানা ছিল না আমার।
গিয়েছলাম অফিসের কাজে কাজির দেউড়িতে। সেখান থেকে বাতিঘর কাছেই ছিল, ত্রিশ টাকা রিক্সা ভাড়া। বই পাগল মানুষের জন্য চট্টগ্রাম বাতিঘর হলো মক্কা। এক ছাদের তলায় দেশি বিদেশি কতই না বই রয়েছে এখানে! কফির মগে চুমুক দিতে দিতে বইয়ের পাতা উলটানোর মতো আনন্দ, বই পাগলরাই জানে।
মানুষের কথা ভেবে নাকি গাছ দীর্ঘ হয়। আর কবিতার কথা ভেবে রাত যেন নি:সঙ্গ হয়।