What do you think?
Rate this book


Hardcover
First published February 1, 2015
"কী আছে ঝোপের আড়ালে? তলুঃ নাকি শূকর? তলুঃতে ভয় নেই মানিকের, সেই জঙ্গল মানুষের আগ্রহ শুধু কুমারী মেয়েতে, সে তা নয়। ঈশ্বর তাকে এই কৃপাটুকু করেছেন।"ডা. মানিক মিত্রকে ঈশ্বর কৃপা করলেও শহুরে তলুঃ ডা. সোবহান তাকে খুব একটা কৃপা করে নি। ডা. সোবহান একটি বাচ্চা মেয়েকে খুব বাজে ভাবে এক্সামিন করায় মানিক কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্র জমা দেয়। যা হওয়ার তাই হয়! ক্ষমতাশীলদের তখন একটাই কাজ মানিকের চাকরি নট করা কিংবা তাকে পাহাড়ে বদলি করে দেয়া। কর্তৃপক্ষ তার উপর একটু কৃপা করেছিল; চাকরি না খেয়ে বান্দরবানের থানচি উপজেলার ইউনিয়ন সাবসেন্টারে পাঠিয়ে দেয় তাকে যার ফলে সে জঙ্গলে ঘুরাঘুরি করে তলুঃর কথা চিন্তা করতে পারছে।
মানিক বড় হয়েছে ঢাকার অনাথ আশ্রমে। তাই এই ঢাকা ছেড়ে বান্দরবান যাওয়ার ব্যাপারে তার তেমন কোনো পিছুটান ছিল না। পাহাড়ে পা দিয়ে পাহাড়ের মোহনীয় সৌন্দর্যে বিভোর হয়ে যায় মানিক; ছোট ছোট ঘরগুলোতে বাস করা মানুষের জীবনযাত্রার ব্যাপারে ভাবে সে, আগ্রহবোধ করে। তখনও সে জানত না সবাইকে নিজের উদরে স্থান দেয়া এই পাহাড় তার খাঁজে খাঁজে কত হিংস্রতা লুকিয়ে রেখেছে! আশির দশকের পাহাড়! খুন, গুম, ধর্ষণ, বিভিন্ন সংগঠনের হামলা, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা সেখানকার সাধারণ ব্যাপার।
''কারো বীর্যে মানুষ জারজ হয়ে যায় না, পিতার পশুত্বে তুমি পশু হবে না। মানুষ হওয়ার জন্য পিতা লাগে না, মন লাগে, মনুষত্ব লাগে।''