Bangladesh discussion
Booklovers Hotspots
>
ঢাকায় সবচেয়ে কম দামে বই কোথায় পাওয়া যায়?
date
newest »
newest »
message 1:
by
Muntasir
(new)
Apr 10, 2014 12:22PM
আমি শাহবাগের প্রথমা, পাঠক সমাবেশ আর নিউমাকর্েটের বুকওয়েব থেকে বই কিনি। ভারতীয় প্রিন্ট হলে বুকওয়েবে দাম কম আর এর বাইরে প্রিন্ট হলে প্রথমা/পাঠক সমাবেশে দাম কম মনে হয়েছে। আপনাদের অভিজ্ঞতা কি বলে?
reply
|
flag
আমি ম্যাক্সিমাম সময়ই সেকেন্ডহ্যান্ড বইয়ের ক্রেতা, আমেরিকান/ব্রিটিশ ইংলিশ বই বা বাংলাদেশি/ভারতীয় বাংলা বই দুয়ের ক্ষেত্রেই আমার কাছে সস্তার জন্য নীলক্ষেতের পুরান বইয়ের দোকানের কোন বিকল্প নেই। হাজার হাজার বই কিনেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুরান বইয়ের টাল ঘেটে ঘেটে অবিশ্বাস্য সব রত্ন অকল্পনীয় কম দামে খুজে পাবার মত আনন্দ আর কোথাও পাই নাই...
ভাইয়া কোথাও না। জিনাত আর বুক ওয়েব এ ইন্ডিয়ান প্রিন্ট এর দাম একটু কম, কিন্তু অন্যগুলা কেনা কল্পনারও বাইরে। খুব ঠেকায় না পড়লে কিনিনা। নতুন পাঠক সমাবেশ আর পিবিএস এ তো আরও খারাপ অবস্থা। দাম বেশী ই। রিজ ভাই যা বললেন, ম্যাগাজিন গলি থেকে কম দামে কিন্তু সেকেন্ডহ্যান্ড বই ই ভালো। :) মাঝে মাঝেই অসাধারণ অসাধারণ বই পাওয়া যায়। না গিয়ে থাকলে একবার ঘুরে আসুন।
Nilkhet is the best place for cheap, second-hand books. I've found some gems there, but the problem is the collection isn't always good. I guess you'll have to try your luck there yourself.As for fresh books, I highly recommend New Market. Zinat and Book Web are great. Books can also be cheaper sometimes if you get them from abroad. There's this guy on Facebook who buys stuff online and ships them to Bangladesh. Maybe you can try him.



