Bangladesh discussion
Booklovers Hotspots
>
লাইব্রেরিয়ান ২
date
newest »
newest »
message 1:
by
Arefin
(last edited Mar 13, 2015 12:06PM)
(new)
Mar 13, 2015 12:06PM
এগুলো যদি বই না হয় তাহলে ডাটাবেসে থাকা তো উচিত না। ডিলিট করে ফেলা উচিত।
reply
|
flag
আর সাধারণত বইটা প্রথম যিনি লিস্টে নিয়েছেন সম্ভাবনা বেশি যে তিনিই বইটা ডাটাবেসে দিয়েছেন। যেমন ঈশ্বর বইটা প্রথম টু রিড হিসেবে নিয়েছেন Syed Aunirbaan marked it as to-read
Feb 05, 2015।
সেভাবেও এগিয়ে দেখতে পারেন :)
change log এর বিষয়টা জানা ছিলোনা। ধন্যবাদ জানাবার জন্য। একটা বই এর একাধিক এডিশন (যাদের আসলে কোন অস্তিত্ব নাই), ভুল তথ্য আর বানানে ভরা পেজ গুলো আসলেই বিরক্তিকর। খুব বেশিদিন হয়নি আমি লাইব্রেরিয়ান হবার জন্য অ্যাপ্লাই করেছি। তবে এই অল্প কয়েকদিন যা দেখেছি তাতে মনে হলো অল্প কিছু লোক জনই এইসব কাজ করে সাইট এর বারোটা বাজিয়ে দিচ্ছে। এদেরকে একটু বোঝানো গেলে হত! তারচাইতে ভালো হত বাংলা বই এর লাইব্রেরিয়ান রিলেটেড কাজগুলো কোন গ্রুপের মাধ্যমে সমন্বিত ভাবে করা গেলে। ওতে এইরকম বিশৃংখল অবস্থা সৃষ্টি হবার সম্ভাবনা কম হত বলে মনে হয়।

