Bangladesh discussion
Booklovers Hotspots
>
ই-বুক পড়ার জন্য কিন্ডেল না ট্যাবে স্বাচ্ছন্দ বোধ করেন?
(কাগজের দর যেভাবে বাড়ছে ই-বুকের দিকেই মুভ করতে হবে।)
date
newest »
newest »
message 1:
by
Sajib
(new)
Nov 18, 2022 01:48AM
পছন্দের জায়গাটা বলে যাবেন।
reply
|
flag
Kindle। তবে Kindle Basic থেকে Kindle Paperwhite 11th generation(2021) টা বেশি ভালো, কারণ screen size 6.8inch, পড়তে বেশি আরাম লাগে।
আমি ট্যাবে পড়ছি প্রায় ৩ বছর হলো। কিন্ডলের বদলে ট্যাব নিয়েছিলাম কারণ আগে থেকে আন্ড্রইড কিভাবে কাজ করে বা কোথায় কিভাবে খুজে গুছিয়ে নিতে হবে জানা ছিল। এছাড়া একদম new kindle না কিনলে কিছু file format support করবে না। কিন্তু android এ ঠিকই কোনো না কোনো অ্যাপ পাওয়া যাবে যা সবরকম বিদঘুটে file format ও support করবে। এ ছাড়া আমি অ্যাপ বদলালেই নিজের মতন user interface সহ e-book reader খুজে নিতে পারব। আর আমার ক্ষেত্রে, আমি কোনো file conversion বাদেই ট্যাবে comics/manga পড়তে পারি। আর সাথে ট্যাবের অন্যান্য সাধারণ কাজ আছেই। তবে ট্যাবের একটা অসুবিধা হলো বাইরে দিনের আলোতে পড়তে একটু ঝামেলা হতে পারে যদি না উন্নত মানের হয়। আমি বাইরে তেমন একটা বই পরি না(আর পড়লেও ফোনে) তাই আমার সমস্যা হয় না।







