Bangladesh discussion
Booklovers Hotspots
>
একটা পরিসংখ্যান হয়ে যাক।
আপনারা কে কতক্ষণ একটানা ই-বুক পড়তে পারেন? এবং হার্ডকপি না ই-বুক বেশি পড়া হয়?
date
newest »
newest »
message 1:
by
Sajib
(new)
Mar 02, 2023 05:51AM
আমি ১৫-২০ মিনিট।
reply
|
flag
হার্ডকপি বেশি পড়ি, কিন্তু ইবুক ও ভালো পরিমাণেই পড়ি। যেহেতু Kindle Paperwhite এ ইবুক পড়ি, তাই একটানা ২ ঘন্টা পড়তে পারি।
আমার নিজের অপর কোন নিয়ন্ত্রণ নাই । বই আমি রাতে ঘুমানোর সময় পড়ি দেখা যাই ফজরের নামাজের সময় হওয়ে যাই। তাই ছুটির দিন ছাড়া আমি বই হাতে নেইয়া বাদ দিয়েছি। আমি মোবাইলে ইবুক পড়তেই আজকাল স্বাচ্ছন্দ্য বোধ করছি।
সফটকপি হার্ডকপি সমানতালে চলে সুবিধামত। তবে হার্ডকপি বেশি পছন্দ আমার। আমি একটা বেশি সময় কোনো কাজই করতে পারি না। তবে এক ঘন্টার বেশি টানা পিডিএফ পড়েছি এমনও হয়েছে কখনো কখনো।
সত্যি বলতে, ই-বুক তেমন একটা পড়া হয়না এখন আর, যখন পড়তাম তখন খুব বেশি হলে টানা ৪০-৫০ মিনিট পড়া হতো।আর, এই দুয়ের মধ্যে অবশ্যই হার্ডকপি-ই বেশি পড়া হয়।
আমার চোখ খুবই ভাল(আপাতত)।ফোনে হোক কিংবা ল্যাপটপ কিংবা Kindle কিংবা কাগুজে বই সবই সমান সময় দিয়ে পড়তে পারি। কতক্ষন পড়ব তা অবশ্য কতটা ভাল লাগছে ও হাতে সময় কেমন আছে তার উপর নির্ভর করে।
I can read for hours or the whole day if I find that book enough interesting. And I only read ebooks because I do a lot of annotations and notes that I later use on my blogs or posts or while referencing so I get the best out of ebooks compared to hardcopies. I use "Play Books" for reading and all the annotations/notes get stored in the cloud and sync to it.
টানা এক/দেড় ঘন্টা ই-বুক পড়তে পারি। তবে হার্ড কপি পড়তে বেশি স্বাচ্ছন্দ বোধ করি। যদিও এখন হার্ড কপি বেশি পড়ার সুযোগ হয় না।
টানে এমন বই হলে ইবুক শেষ করতে যতখন লাগে পড়তে পারি,,,, সর্বোচ্চ সময় একটানা পড়া হয়েছে হয়তো ৩-৪ ঘন্টা। তারপর হয়তো ঘুমাইছি উঠেই আবার শুরু এভাবে একবারে শেষ করে উঠা হয়েছে বেশ কিছু বই যেমন-রামেসিস সিরিজ । হার্ডকপি তুলনামূলক বেশি। তবে ট্যুর/ বাসার বাইরে ই বুক বেশি পড়া হয়।





