,
Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Tarapada Roy.

Tarapada Roy Tarapada Roy > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-8 of 8
“অনেকদিন দেখা হবেনা,
তারপর একদিন হঠাৎ দেখা হবে,
দু'জনেই দু'জনকে বলবো.. অনেকদিন দেখা হয়নি!
এভাবেই কেটে যাবে দিনের পর দিন আর বছরের পর বছর,
তারপর একদিন হয়ত জানা যাবে কিংবা জানা যাবে না যে..
তোমার সাথে আমার অথবা আমার সাথে তোমার,
আর কখনোই দেখা হবেনা !!”
Tarapada Roy
“মনে নেই,
আমি নিজে ফিরে গিয়েছিলাম, অথবা
তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম,
এখন
আর কিছু মনে নেই, তবু দুঃখ হয়
এখন, যখন একেকদিন খুব বৃষ্টি নেমে আসে
এখন, যখন একেকদিন খুব শীতের বাতাস
শুধু পাতা উড়িয়ে উড়িয়ে
আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে;
এমন কি যখন সেই পুরনো কালের সাদা রোদ
হঠাত্‍ ভোরবেলা ঘর ভাসিয়ে ছাপিয়ে,
'কি ব্যাপার এবার কোথাও যাবে না?'

এখন আর কোনোখানে যাওয়া নেই,
এখন কেবল ঠান্ডা বাতাস, এখন বৃষ্টি, জল
আমার চারপাশ ঘিরে পাতা ওড়ে আর জল পড়ে ।
এখন তোমার জন্য দুঃখ হয়,
এখন আমার জন্য দুঃখ হয়,
আমি নিজে ফিরে গিয়েছিলাম অথবা
তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এখন দুঃখ হয়”
Tarapada Roy
“একেক দিন এমন যায়,
দিনের মধ্যে একবারের জন্যও তোমার কথা মনে পড়ে না।”
Tarapada Roy, তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা
“আমার ছেঁড়া স্বপ্ন, আমার শত ছিন্ন কবিতার টুকরো
ময়লা কাগজের ঝোলায় ভবঘুরেরা
কুড়ি বছর ধরে প্রতিদিন কুড়িয়ে নিয়েছে
নিক্তিতে ওজন করে বিক্রি হয়ে গেছে
আমার স্বপ্নের শব্দগুলি।
একটিও রহস্যের জানালা কোথাও কেউ খুলে দিলো না
কোনো বাড়ির ছাদে মেঘের কাছাকাছি পৌঁছোনো গেলো না
শুধু শুধু জামার রঙ, জুতোর নম্বর বদলিয়ে গেলো।”
Tarapada Roy, তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা
“আমিও ছিলাম, ছিলাম আমি হে একদা,
আঁকাবাঁকা পথ অন্ধগলির নগরে
ভুলে যাওয়া নাম স্মৃতিতে প্রতিধ্বনিতে
বিগত বাসনা বিস্মৃত কোন্ দুরাশা
শিথিল শিরায় শোণিতে এখনো প্লাবিত।”
Tarapada Roy, তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা
“আমাকে বাচাল যদি করেছো মাধব,
বন্ধুদের করে দিয়ো কালা।”
Tarapada Roy, তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা
“একটা জন্ম জোড়াতালির, ভাত কাপড়ের তক্কে তক্কে
একটা জীবন মাথা গোঁজার ফন্দি খুঁজে,
একটা জীবন বাক্স মাথায় ভুল শহরে
ভুল ঠিকানায় ঘুরে ঘুরে,
একটা জন্ম এমনি এমনি কেটে গেলো,
একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে।”
Tarapada Roy, তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা
“সমুদ্র, দিগন্ত পথ, ভালোবাসতে না পারা, না দেখা
সুন্দরী, স্বপ্নের মধ্যে এরা কেউ কখনো আসে না
পাণ্ডুলিপি একটানে ছিঁড়ে ফেলতে ভীষণ মমতা
বুড়ো হবো, নখহীন, দন্তহীন পুরস্কার লোভী
ঈশ্বরকে ফাঁকি দিয়ে বহুকাল বেঁচে থাকবো বলে
এক প্যারা ভিক্ষা চাইবো কোনো ঐতিহাসিকের কাছে

এইভাবে দিন যাবে, শোক-সংবাদের আধকলম
মালিকানা পেয়ে, তুচ্ছ মনে হবে রক্তের ভিতরে
সমুদ্রের মতামত একদিন, একদা জানালায়
দিগন্তের বনরাজি। রাস্তা থেকে পথিক ললনা
মৃদু হাসি ছুঁড়ে দিয়েছিলো কবে ঘরের ভিতরে।”
Tarapada Roy, তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা

All Quotes | Add A Quote