Shadin’s review of আমার ফাঁসি চাই > Likes and Comments
29 likes · Like
বইটার পিডিএফ পাওয়া যাবে?
মতিয়ুর রহমান যেমন মিথ্যা লিখেছেন তেমন বাংলাদেশের প্রথিতযশা বুদ্িজীবিরা ও দেদারসে প্রচুর মিথ্যাচার করেছেন। সেগুলো আমরা বছরের পর বছর বিশ্বাস করে এসে এখন বুঝতে পারছি কত বড় ধড়িবাজ এইসব বুদ্ধিজীবী। বামপন্থী দলগুলো ও আজ বুঝতে পেরেছে তাদের ভন্ডামি।
This shitty review aged like fine wine lol.... " কিন্তু এই বইতে তিনি যেসব রোমহর্ষক তথ্য শেখ হাসিনা ও আওয়ামীলীগ নিয়ে দিয়েছেন (তাকে শেখ হাসিনা ব্যাড বুকে ফেলায়) তার ১% সত্যতা থাকলেও আওয়ামীলীগ বা শেখ হাসিনার রাজনীতিতে টিকে থাকার প্রশ্নই আসে না।" Pretty big claim for someone who has "ইতিহাস নিয়ে ঘাঁটাঘাটি করার ন্যূনতম অভিজ্ঞতা"!
আপনারা যাঁরা বিনে পয়সায় নানা জ্ঞানগর্ভ পরামর্শ দিচ্ছেন ও মন্তব্য করছেন তাঁদেরকে ধন্যবাদ। ২০১৪ সালে বইটা আমি পড়েছিলাম।
তর্কের খাতিরে ধরে নিলাম সাত বছর আগে ওনার ভাবনা ভুল ছিল, সিদ্ধান্ত ভুল ছিল, তাই বলে ফেইক প্রোফাইল খুলে পিছনে লাগবেন? শুধু এই রিভিউর নিচে কমেন্ট করার জন্য কে যেন দুই-তিনটা ফেইক প্রোফাইল খুলেছে হাহাহাহাহাহাহা! আজকাল মানুষের প্রিয় pastime হলো অন্যকে যেভাবে হোক ক্যানসেল করা কিংবা এক্সপোজ করা! কে কত বড় বিপ্লবী দেশভক্ত, সেটা প্রমাণ করার প্রতিযোগিতা চলছে। এতদিন ফেসবুকে দেখতাম, এখন গুডরিডসেও শুরু হয়েছে এই মহান প্রতিযোগিতা! কী একটা কঠিন অবস্থা ভাই রে! 😂😂
Shadin wrote: "আপনারা যাঁরা বিনে পয়সায় নানা জ্ঞানগর্ভ পরামর্শ দিচ্ছেন ও মন্তব্য করছেন তাঁদেরকে ধন্যবাদ। ২০১৪ সালে বইটা আমি পড়েছিলাম। আজ দশ বছর বাদে বইটা নিয়ে মতামত আমার একই আছে।"
বিনে পয়সায় নানা জ্ঞানগর্ভ পরামর্শ দিতে তো দেখছি না কাউকে! শুধু মন্তব্য করে দেখতে চাইছে যে গর্ধভ তো কখনো বই পড়ে মানুষ হয় না, এখন অন্তত দেখেও কিছু শিখলো কিনা এবং তার প্রমাণও দিলেন উক্ত মন্তব্যে।
Arupratan wrote: "তর্কের খাতিরে ধরে নিলাম সাত বছর আগে ওনার ভাবনা ভুল ছিল, সিদ্ধান্ত ভুল ছিল, তাই বলে ফেইক প্রোফাইল খুলে পিছনে লাগবেন? শুধু এই রিভিউর নিচে কমেন্ট করার জন্য কে যেন দুই-তিনটা ফেইক প্রোফাইল খুলেছে হাহাহা..."
ফেইক প্রোফাইল? ওপার থেকেই কী আমাদের আইডি ভেরিফিকেশন করে ফেললেন নাকি!?
ফেইসবুক লঙ্গরখানা আর গুডরিডস কি উপাসনালয় যে এখানে পাপী পুণ্যবান সবাই আসবে আর সবাই সাধুবাদ দিবে? কিছু বলা বারণ তো নয় এখানে।
Arupratan wrote: "তর্কের খাতিরে ধরে নিলাম সাত বছর আগে ওনার ভাবনা ভুল ছিল, সিদ্ধান্ত ভুল ছিল, তাই বলে ফেইক প্রোফাইল খুলে পিছনে লাগবেন? শুধু এই রিভিউর নিচে কমেন্ট করার জন্য কে যেন দুই-তিনটা ফেইক প্রোফাইল খুলেছে হাহাহা..."
ভাই, আপনি কমেন্ট করে মবোক্রেসির শিকারে পরিণত হলেন। এরা ফেসবুকের মতো গুডরিডসে হামলে পড়েছে। রিভিউ লেখার ভিন্নমত পর্যন্ত এদের সহ্য হচ্ছে না। এরা তাই শুনতে চায়, যা শুনলে এদের ভালো লাগবে। রিভিউতে একমত হওয়ার দরকার নেই। ভিন্নমতটুকু জাররা পরিমাণ শালীনতা নিয়ে এরা প্রকাশ করছে না। গালাগালি, নোংরা কথা বলা ইত্যাদি এদের প্রতীক।
আগে গুডরিডসকে শান্তিতে বই নিয়ে আলোচনার প্ল্যাটফর্ম ভাবতাম। এখন সেটুকুও বিলীন হয়ে গেল। 'ছাপড়ি' আদমিদের দখলে যাচ্ছে গুডরিডস।
আপনি বরং একটা কাজ করুন, এসব বুদ্ধিজীবীদের দাবি অনুযায়ী রেটিং ও রিভিউ চেঞ্জ করে দিন। আশ্চর্য লোকজন এরা মানতেই পারতেছে না যে একটা মানুষের ভিন্নমত থাকতে পারে! কেউ কেউ ৬০০, ১০০০+ বই পড়েও ভাবতেছে কেন উনি আমাদের পছন্দ মতো রিভিউ দিলেন না!!! মানে আপনারা সংকীর্ণতা ও পরমত অসহিষ্ণুতার চাষ করছেন এতগুলো বই পড়ার পরও! এনিওয়ে, আপনার ভালো লাগলে আপনি ৫ এর মধ্যে দশ তারকা দিন। কিন্তু যাঁর ভালো লাগেনি তাকে জোর করে গেলানোর দায়িত্ব আপনাদের কে দিয়েছে ভাই?! এসব রাবিশ আচরণ ছাড়ুন। আপনার ভেতরের সংকীর্ণতা সব জায়গায় দেখানো খুব জরুরি বুঝি?
back to top
date
newest »

message 1:
by
Ayesha
(new)
Nov 19, 2018 11:49AM

reply
|
flag





বিনে পয়সায় নানা জ্ঞানগর্ভ পরামর্শ দিতে তো দেখছি না কাউকে! শুধু মন্তব্য করে দেখতে চাইছে যে গর্ধভ তো কখনো বই পড়ে মানুষ হয় না, এখন অন্তত দেখেও কিছু শিখলো কিনা এবং তার প্রমাণও দিলেন উক্ত মন্তব্যে।

ফেইক প্রোফাইল? ওপার থেকেই কী আমাদের আইডি ভেরিফিকেশন করে ফেললেন নাকি!?
ফেইসবুক লঙ্গরখানা আর গুডরিডস কি উপাসনালয় যে এখানে পাপী পুণ্যবান সবাই আসবে আর সবাই সাধুবাদ দিবে? কিছু বলা বারণ তো নয় এখানে।

ভাই, আপনি কমেন্ট করে মবোক্রেসির শিকারে পরিণত হলেন। এরা ফেসবুকের মতো গুডরিডসে হামলে পড়েছে। রিভিউ লেখার ভিন্নমত পর্যন্ত এদের সহ্য হচ্ছে না। এরা তাই শুনতে চায়, যা শুনলে এদের ভালো লাগবে। রিভিউতে একমত হওয়ার দরকার নেই। ভিন্নমতটুকু জাররা পরিমাণ শালীনতা নিয়ে এরা প্রকাশ করছে না। গালাগালি, নোংরা কথা বলা ইত্যাদি এদের প্রতীক।
আগে গুডরিডসকে শান্তিতে বই নিয়ে আলোচনার প্ল্যাটফর্ম ভাবতাম। এখন সেটুকুও বিলীন হয়ে গেল। 'ছাপড়ি' আদমিদের দখলে যাচ্ছে গুডরিডস।
