Suparno > Suparno's Quotes

Showing 1-1 of 1
sort by

  • #1
    Shakti Chattopadhyay
    “মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও,
    মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও,
    মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।
    তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে,
    সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে।
    মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও,
    এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও,
    মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।”
    Shakti Chattopadhyay



Rss
All Quotes



Tags From Suparno’s Quotes