“কঠিন ধাঁচের মানুষদের যে কোমল অনুভূতি নেই, তা না। বেশিরভাগ কঠিন মানুষের সমস্যা হচ্ছে, তারা সেই কোমল অনুভূতিগুলো ঠিকঠাক প্রকাশ করতে পারেন না। কারো প্রতি প্রবল মায়া,স্নেহ, ভালবাসা থাকলে সেটি প্রকাশ করতে গিয়ে তারা সবকিছু এলোমেলো করে ফেলেন। ভালোবাসার বদলে শাসন দেখিয়ে ফেলেন। আনন্দের বদলে রাগ দেখিয়ে ফেলেন। ক্রমাগত এই বিব্রতকর অভিজ্ঞতা তাদের তখন আরো বেশি খোলসবন্দি করে ফেলে। তারা তখন তাদের জীবন কাটিয়ে দেন কঠিন মানুষের চেহারা নিয়ে।”
―
Sadat Hossain,
নির্বাসন