Angshuman Chatterjee > Angshuman's Quotes

Showing 1-9 of 9
sort by

  • #1
    Jibanananda Das
    “কতো দেহ এলো,- গেল,- হাত ছুঁয়ে-ছুঁয়ে
    দিয়াছি ফিরায়ে সব,- সমুদ্রের জলে দেহ ধুয়ে
    নক্ষত্রের তলে
    বসে আছি,- সমুদ্রের জলে
    দেহ ধুয়ে নিয়া
    তুমি কি আসিবে কাছে”
    Jibanananda Das, ধূসর পাণ্ডুলিপি

  • #2
    Jibanananda Das
    “তোমার শরীর ,-
    তাই নিয়ে এসেছিলে একবার;- তারপর,- মানুষের ভিড়
    রাত্রি আর দিন
    তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা,- হয়েছে মলিন
    চক্ষু এই;- ছিঁড়ে গেছি- ফেড়ে গেছি ,- পৃথিবীর পথ হেঁটে হেঁটে
    কত দিন রাত্রি গেছে কেটে !”
    Jibanananda Das, ধূসর পাণ্ডুলিপি

  • #3
    Jibanananda Das
    “কি কথা তাহার সাথে? তার সাথে!”
    Jibanananda Das, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

  • #4
    Jibanananda Das
    “সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই হয় কথা,
    আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের 'পরে!”
    Jibanananda Das, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

  • #5
    Jibanananda Das
    “বোধ

    আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে
    স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে!
    স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়,
    হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
    আমি তারে পারি না এড়াতে
    সে আমার হাত রাখে হাতে;

    সব কাছ তুচ্ছ হয়, পন্ড মনে হয়,
    সব চিন্তা — প্রার্থনার সকল সময়
    শূন্য মনে হয়,
    শূন্য মনে হয়!
    সহজ লোকের মতো কে চলিতে পারে!
    কে থামিতে পারে এই আলোয় আঁধারে
    সহজ লোকের মতো! তাদের মতন ভাষা কথা
    কে বলিতে পারে আর! — কোন নিশ্চয়তা
    কে জানিতে পারে আর? — শরীরের স্বাদ
    কে বুঝিতে চায় আর? — প্রাণের আহ্লাদ
    সকল লোকের মতো কে পাবে আবার!
    সকল লোকের মতো বীজ বুনে আর
    স্বাদ কই! — ফসলের আকাঙক্ষায় থেকে,
    শরীরে মাটির গন্ধ মেখে,
    শরীরে জলের গন্ধ মেখে,
    উৎসাহে আলোর দিকে চেয়ে
    চাষার মতণ প্রাণ পেয়ে
    কে আর রহিবে জেগে পৃথিবীর পরে?
    স্বপ্ন নয়, শান্তি নয়,কোন এক বোধ কাজ করে
    মাথার ভিতরে!”
    Jibanananda Das, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

  • #6
    Jibanananda Das
    “ভগবান, ভগবান, তুমি যুগ যুগ থেকে ধ'রেছ শুঁড়ির পেশা”
    Jibanananda Das, ঝরা পালক

  • #7
    Jibanananda Das
    “কাল রাতে - ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হল তার সাধ ।”
    Jibanananda Das, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

  • #8
    Jibanananda Das
    “ঘনিষ্ঠ আকাশ যেন - যেন কোন বির্কীন জীবন
    অধিকার ক’রে আছে ইহাদের মন;
    চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বথের কাছে
    একগাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা - একা,
    যে জীবন ফড়িঙের,দোয়েলের-মানুষের সাথে তার হয়নাকো দেখা
    এই জেনে।”
    Jibanananda Das

  • #9
    Jibanananda Das
    “হেঁয়ালি রেখো না কিছু মনে;
    হৃদয় রয়েছে ব'লে চাতকের মতন আবেগ
    হৃদয়ের সত্য উজ্জ্বল কথা নয়,-
    যদিও জেগেছে তাতে জলভারানত কোনো মেঘ;
    হে প্রেমিক, আত্মরতিমদির কি তুমি?
    মেঘ;মেঘ, হৃদয়ঃ হৃদয়, আর মরুভূমি শুধু মরুভূমি..”
    Jibanananda Das
    tags: poems



Rss