Iddrish Khan > Iddrish's Quotes

Showing 1-5 of 5
sort by

  • #1
    Kazi Nazrul Islam
    “খেলিছ এ বিশ্ব লয়ে
    বিরাট শিশু আনমনে।
    প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
    নিরজনে প্রভু নিরজনে।।”
    Kazi Nazrul Islam

  • #2
    Kazi Nazrul Islam
    “মোর ফুলবনে ছিল যত ফুল
    ভরি ডালি দিনূ ঢালি দেবতা মোর ।
    হায় নিলে না সে ফুল ছি ছি বেভুল
    নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর

    স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে
    জাগিয়া কেদে ডাকি দেবতায়
    প্রিয়তম প্রিয়তম প্রিয়তম ।।”
    Kazi Nazrul Islam

  • #3
    Kazi Nazrul Islam
    “cokrobak”
    Kazi Nazrul Islam, বাঁধন-হারা

  • #4
    Kazi Nazrul Islam
    “কারার ঐ লৌহ–কপাট
    ভেঙ্গে ফেল্‌ কর্‌ রে লোপাট রক্ত –জমাট
    শিকল –পূজার পাষাণ –বেদী!
    ওরে ও তরুণ ঈশান!
    বাজা তোর প্রলয় –বিষাণ ! ধ্বংস –নিশান
    উঠুক প্রাচী –র প্রাচীর ভেদি’।।
    গাজনের বাজনা বাজা!
    কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা
    মুক্ত –স্বাধীন সত্য কে রে?
    হা হা হা পায় যে হাসি, ভগবান প’রবে ফাঁসি? সর্বনাশী –
    শিখায় এ হীন্‌ তথ্য কে রে?

    ওরে ও পাগ্‌লা ভোলা, দেরে দে প্রলয় –দোলা গারদগুলা
    জোরসে ধ’রে হ্যাঁচকা টানে।
    মার্‌ হাঁক হায়দরী হাঁক্‌ কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক
    মৃত্যুকে ডাক জীবন –পানে।।

    নাচে ঐ কাল –বোশেখী, কাটাবি কাল ব’সে কি?
    দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি’।
    লাথি মার, ভাঙ্‌রে তালা! যত সব বন্দী–শালায়–
    আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্‌ উপাড়ি।।”
    Kazi Nazrul Islam

  • #5
    Kazi Nazrul Islam
    “সে দেশে যবে বাদল ঝরে
    কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
    বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।।”
    Kazi Nazrul Islam



Rss
All Quotes



Tags From Iddrish’s Quotes