Ruby Sarkar > Ruby's Quotes

Showing 1-1 of 1
sort by

  • #1
    Taslima Nasrin
    “হিসেব

    কতটুকু ভালবাসা দিলে,
    ক' তোড়া গোলাপ দিলে,
    কতটুকু সময়,কতটা সমুদ্র দিলে,
    কটি নির্ঘুম রাত দিলে,ক ফোঁটা জল দিলে চোখের—
    সব যেদিন ভীষন আবেগে শোনাচ্ছিলে আমাকে,
    বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো!

    আমি বুঝে নিলাম—
    তুমি আমাকে এখন আর 'একটু ও ভালোবাসো না।
    ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব কষতে বসে,
    তুমিও বসেছো।

    ভালোবাসা ততদিনই ভালোবাসা
    যতদিন এটি অন্ধ থাকে,বধির থাকে,
    যতদিন এটি বেহিসেবি থাকে...”
    Taslima Nasrin



Rss