তানভীর আহমেদ > তানভীর's Quotes

Showing 1-1 of 1
sort by

  • #1
    Purnendu Pattrea
    “সমস্ত পাওয়ার পরও মানুষের তবু বাকি থাকে
    কোনোখানে একটি চুম্বন।

    যখন সকল জামা পরা শেষ, মাথায় মুকুট,
    যখন সকল সুখে পুষ্ট ওষ্ঠপুট
    তৃষ্ণার কলসগুলি ভরে গেছে চরিতার্থতায়
    অকস্মাৎ মানুষের মনে পড়ে যায়
    বিসর্জনে ডুবে গেছে কবে কত প্রতিমা ও পরম লগন
    মনে পড়ে বাকি আছে, মনে পড়ে বাকি রয়ে গেছে
    কোনোখানে একটি চুম্বন।”
    Purnendu Patri, পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা



Rss
All Quotes



Tags From তানভীর’s Quotes