Esha > Esha's Quotes

Showing 1-4 of 4
sort by

  • #1
    Rudra Mohammad Shahidullah
    “চলে গেলে মনে হয় তুমি এসেছিলে,
    চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো।

    - এ কেমন ভ্রান্তি আমার!”
    রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

  • #2
    Rudra Mohammad Shahidullah
    “থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
    একলা থাকার খুব দুপুরে
    একটি ঘুঘু ডাকুক।”
    রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

  • #3
    Rudra Mohammad Shahidullah
    “যে পায় সে পেয়ে যায় - সকলে পায় না।
    কাকে বলো? অভিমান, কার সাথে তবে?
    অমনই হবে, হয়, ভেঙে তছনছ
    পুড়ে পুড়ে খাক হও বিষন্ন অঙ্গার
    কিছুই পাবে না তবু-
    যে পায় সে পেয়ে যায় - বাকিরা হারায়।”
    Rudra Mohammad Shahidullah

  • #4
    Rudra Mohammad Shahidullah
    “নির্দিষ্ট আবাসহীন বাউল যেন
    জীবন নামে একতারাটি
    আপন মনে বাজিয়ে ফিরি
    শহর জুড়ে ঘর বেধেছি স্বাধীনতায়
    আত্মগত আমি আবার
    নিজের কাছে প্রশ্ন করি
    নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে
    শব্দ কেন?”
    Rudra Mohammad Shahidullah



Rss
All Quotes



Tags From Esha’s Quotes