হিমাদ্রী হিল্লোল > হিমাদ্রী's Quotes

Showing 1-6 of 6
sort by

  • #1
    Sukumar Ray
    “সৎ পাত্র

    শুনতে পেলাম পোস্তা গিয়ে—
    তোমার নাকি মেয়ের বিয়ে ?
    গঙ্গারামকে পাত্র পেলে ?
    জানতে চাও সে কেমন ছেলে ?
    মন্দ নয় সে পাত্র ভালো
    রঙ যদিও বেজায় কালো ;
    তার উপরে মুখের গঠন
    অনেকটা ঠিক পেঁচার মতন ;
    বিদ্যে বুদ্ধি ? বলছি মশাই—
    ধন্যি ছেলের অধ্যবসায় !
    উনিশটিবার ম্যাট্রিকে সে
    ঘায়েল হয়ে থামল শেষে ।
    বিষয় আশয় ? গরীব বেজায়—
    কষ্টে–সৃষ্টে দিন চলে যায় ।

    মানুষ তো নয় ভাইগুলো তার—
    একটা পাগল একটা গোঁয়ার ;
    আরেকটি সে তৈরী ছেলে,
    জাল করে নোট গেছেন জেলে ।
    কনিষ্ঠটি তবলা বাজায়
    যাত্রাদলে পাঁচ টাকা পায় ।
    গঙ্গারাম তো কেবল ভোগে
    পিলের জ্বর আর পাণ্ডু রোগে ।
    কিন্তু তারা উচ্চ ঘর,
    কংসরাজের বংশধর !
    শ্যাম লাহিড়ী বনগ্রামের
    কি যেন হয় গঙ্গারামের ।—
    যহোক, এবার পাত্র পেলে,
    এমন কি আর মন্দ ছেলে ?”
    Sukumar Ray, Abol Tabol: The Nonsense World of Sukumar Ray

  • #2
    Sukumar Ray
    “দাশু আমার শ্লেটখানা লইয়া পণ্ডিতমহাশয়কে দেখাইয়া বলিল, "এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন, তখন ওরা শ্লেট নিয়ে খেলা কচ্ছিল- এই দেখুন, কাটকুটের ঘর কাটা।"
    শ্লেটের উপর আমার নাম লেখা- পণ্ডিতমহাশয় আমার উপর প্রচণ্ড এক চড় তুলিয়াই হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তাহার পর দাশুর দিকে কট্‌মট্ করিয়া তাকাইয়া বলিলেন, "চোপ্‌রও, কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম?"
    দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, "তবে যে আপনার নাক ডাকছিল?"
    পণ্ডিতমহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন, "বটে? ওরা সব খেলা কচ্ছিল? আর তুমি কি কচ্ছিলে?"
    দাশু অম্লানবদনে বলিল, "আমি পটকায় আগুন দিচ্ছিলাম।”
    Sukumar Ray, পাগলা দাশু

  • #3
    Sukumar Ray
    “ডিমগুলো সব লম্বা মতন
    কুমড়োগুলো বাঁকা
    কচুর গায়ে রঙ-বেরঙের
    আল্পনা সব আঁকা”
    Sukumar Ray, Imusti Aabol Tabol

  • #4
    Sukumar Ray
    “কেউ যদি যায় পিছলে প'ড়ে,
    প্যায়দা এসে পাকড়ে ধরে,
    কাজির কাছে হয় বিচার-
    একুশ টাকা দন্ড তার”
    Sukumar Ray, Abol Tabol

  • #5
    Sukumar Ray
    “পদে পদে মিল খুঁজে, গুনে দেখি চৌদ্দ
    এই দেখ লিখে দিনু কি ভীষণ পদ্য।
    এক চোটে এইবারে উড়ে গেল সবি তা,
    কবিতার গুঁতো মেরে গিলে ফেলি কবিতা।

    একমাস তিনি কবিদের কাছে এই লেখা প্রতিদিন পঞ্চাশবার আদায় না করিয়া ছাড়িলেন না৷ এ কবিতার কি আশ্চর্য গুণ তারপর হইতে কবিতা লেখার ফ্যাশান স্কুল হইতে একেবারেই উঠিয়া গেল।”
    Sukumar Ray, পাগলা দাশু

  • #6
    Sukumar Ray
    “অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড
    তাহাতে ডুবায়ে ধরে পাতকীর মুণ্ড—”
    Sukumar Ray, পাগলা দাশু



Rss
All Quotes



Tags From হিমাদ্রী’s Quotes