Tapiwa Cziteme > Tapiwa's Quotes

Showing 1-2 of 2
sort by

  • #1
    Samar Sen
    “বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পরে বন্যা । বর্ষাকালে,
    অনেক দেশে যখন অজস্র জলে ঘরবাড়ি ভাঙবে,
    ভাসবে মূক পশু ও মুখর মানুষ,
    শহরের রাস্তায় যখন
    সদলবলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক,
    তোমার মনে তখন মিলনের বিলাস,
    ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে |
    হে ম্লান মেয়ে, প্রেমে কী আনন্দ পাও,
    কী আনন্দ পাও সন্তানধারণে ?

    :মেঘদূত

    আর মাঝে মাঝে আকাশে হলুদ রঙের অদ্ভূত চাঁদ ওঠে,
    চঞ্চল বসন্ত কাঁপে গাছের পাতায়,
    আর অন্ধকারে লাল কাঁকরের পথ
    পড়ে থাকে অলস স্বপ্ন মতো।
    সমস্ত দিন, আর সমস্ত রাত্রি ভরে
    তোমাকে পাবার বাসনা
    বিষাক্ত সাপের মতো।

    :প্রেম”
    Samar Sen, সমর সেনের কবিতা

  • #2
    Leo Tolstoy
    “It is amazing how complete is the delusion that beauty is goodness.”
    Leo Tolstoy, The Kreutzer Sonata



Rss