“কবিরের চোখ জেরিনের দিকে। বান্ধবীর জন্য কত হাহাকার মেয়েটার চোখে-মুখে, অথচ
কবিরের কোনো বন্ধু নেই। আপনজন নেই। কেউ নেই কাঁদার। কবিরের এই পৃথিবীতে থাকা না থাকা নিয়ে কারও কোনো চিন্তা নেই। আহা রে, এতটা অসহায় হয়ে কেন মানুষ আসে দুনিয়ায়!”
―
মনোয়ারুল ইসলাম,
অতঃপর কবি মঞ্চে উঠিলেন