বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
বই-আড্ডা
>
আদী প্রকাশনীর বই নীলক্ষেতে কোন দোকানে পাওয়া যাবে?
date
newest »
newest »
message 1:
by
Arefin
(new)
Jun 03, 2015 11:32PM
আমি ডক্টর কিজিলসহ আদী প্রকাশনীর আরও কয়েকটা বই কিনতে চাচ্ছি কিন্তু নীলক্ষেতে সচরাচর যেসব জায়গা থেকে বই কিনি সেখানে আদী প্রকাশনীর বই পাচ্ছিনা। নীলক্ষেত অথবা নিউ মার্কেটের কোথায় বইগুলো পাবো?
reply
|
flag
নীলক্ষেতের বইবাজার ও শাহানা বুকে পাওয়া যায় আদী প্রকাশনী ও বাতিঘর প্রকাশনীর প্রায় সব বই। দোকান দুটা বেশ বড় বড়, নীলক্ষেতের বেশ পিছন দিকে, রাফিন প্লাজার পাশের রিকশা চলার রাস্তাটা ধরে পুরানো ইংরেজি গল্পের বই বিক্রির ম্যাগাজিন গলি পার হয়ে আরো কিছুটা সামনে যেতে হয়। ৪০% ডিস্কাউন্ট পাওয়া যায় (অনেক সময় দিতে চায় না তখন একটূ জোরাজুরি করে আদায় করা লাগে)। গত মাসে দ্য হবিট অনুবাদ বইবাজার থেকেই কিনেছিলাম, আর গ্যাডফ্লাই তার সামনের দোকান শাহানা বুক থেকে।

