সচলায়তন discussion

183 views
ইবুক ডাউনলোড

Comments Showing 1-16 of 16 (16 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Haseeb (new)

Haseeb Mahmud | 7 comments Mod
ইবুক ডাউনলোড করার কয়েকটা ভালো সাইটের নাম জানতে চাই।


message 2: by Haseeb (new)

Haseeb Mahmud | 7 comments Mod
Suranjana wrote: "পাইরেটস বে থেকে নামানো যায় ভালো।"
পাইরেটস বে'টা জানি। বাংলা ইবুকের সাইট এখন কোনটা ভালো?


message 3: by Shuhan (new)

Shuhan Rizwan | 2 comments amarboi. com আর
deshiboi.com টা ভালো। কয়েক উইক আগে বেশ কিছু বই নামাইসিলাম


message 4: by Haseeb (new)

Haseeb Mahmud | 7 comments Mod
Shuhan wrote: "amarboi. com আর
deshiboi.com টা ভালো। কয়েক উইক আগে বেশ কিছু বই নামাইসিলাম"


আমারবইতে ঢু মারলাম। বিরক্ত লাগলো। পাইরেটেড বই দিয়ে ব্যবসা খুলে বসেছে ওরা।


message 5: by Haseeb (new)

Haseeb Mahmud | 7 comments Mod
পাবলিক ডোমেইনে থাকা বইয়ের খোঁজ এখানে পাওয়া যাবে।


message 6: by Farhana (last edited Jan 02, 2014 08:18AM) (new)

Farhana Sufi (f_sufi) | 5 comments বইদ্বীপ বাদে আর কোন বইয়ের সাইট কি আছে? সবই তো স্ক্যান করা বই, তাও আবার অনেক বই স্ক্যানও না, ছবি তুলে পিডিএফ বানানো। বাংলা ইপাব বা মোবি আর কোথাও দেখিনি আমি এখনো।


message 7: by Shuhan (new)

Shuhan Rizwan | 2 comments বাংলা ই-পাব/ মোবি তো আমি আজতক দেখি নাই !! সসবই তো স্ক্যান্ড পিডিএফ। দুয়েকটা নরমাল পিডিএফ_ অবশ্য পাওয়া যায়।


message 8: by Haseeb (new)

Haseeb Mahmud | 7 comments Mod
Shuhan wrote: "বাংলা ই-পাব/ মোবি তো আমি আজতক দেখি নাই !! সসবই তো স্ক্যান্ড পিডিএফ। দুয়েকটা নরমাল পিডিএফ_ অবশ্য পাওয়া যায়।"
কনফু কয়েকটা করছিলো। লিংক পেলে এখানে পোস্ট করবোনে। ইন দ্য মিনটাইম উনারে ফেইসবুকে গুতান।


message 9: by Haseeb (new)

Haseeb Mahmud | 7 comments Mod
Haseeb wrote: "Shuhan wrote: "বাংলা ই-পাব/ মোবি তো আমি আজতক দেখি নাই !! সসবই তো স্ক্যান্ড পিডিএফ। দুয়েকটা নরমাল পিডিএফ_ অবশ্য পাওয়া যায়।"
কনফু কয়েকটা করছিলো। লিংক পেলে এখানে পোস্ট করবোনে। ইন দ্য মিনটাইম উনারে ফেই..."

সাইটটা বইদ্বীপই। নিজের স্মরণশক্তি নিয়ে চিন্তিত হয়ে পড়ছি আস্তে আস্তে :(


message 10: by Farhana (last edited Jan 03, 2014 11:51PM) (new)

Farhana Sufi (f_sufi) | 5 comments আমি কয়দিন আগে বইদ্বীপ-এ দেখেই বললাম। এর আগে আমিও বাংলা ইপাব/মোবি দেখি নাই। বইদ্বীপ-এ কনফু ভাইয়ের অবদান আছে, সচলায়তনের বইগুলো বইদ্বীপ থেকে প্রকাশের ব্যাপারেও কিছু শুনেছিলাম।


message 11: by Anwar (new)

Anwar Shimul (ashimul) | 1 comments আমি ই-পাব/মোবি নামাই এখান থেকে http://en.bookfi.org/

২০১২ সালের শেষের দিকে কনফুর উৎসাহে আমার দুটা বই,কনফুর দুটা, আর হিমু ভাইয়ের কয়েকটা বই ই-পাব করে smashwords এ তুলেছিলাম। সেখানে আরো কয়েকটা বাংলা বই ইপাবে দেখেছি।

বইদ্বীপটা জনপ্রিয় করা দরকার। কারণ, আসল বাংলা ই-বুকের এইটাই প্রথম সাইট।


message 12: by Farhana (new)

Farhana Sufi (f_sufi) | 5 comments কিছুটা অপ্রাসঙ্গিক মনে হয়, কারণ এগুলো আসলে রাশান বই, তবে খানিক আগেই এই লিংকটা একজনের মাধ্যমে পেলাম - সোভিয়েত রাশিয়ার রাদুগা/প্রগতি/মীর প্রকাশনীর বাংলা বই

খুবই ভালো স্ক্যানিং, প্রিন্ট নেয়ার মতো। বেশ খেটে করা উদ্যোগ মনে হলো।


message 13: by Jahangir (new)

Jahangir | 2 comments Farhana wrote: "কিছুটা অপ্রাসঙ্গিক মনে হয়, কারণ এগুলো আসলে রাশান বই, তবে খানিক আগেই এই লিংকটা একজনের মাধ্যমে পেলাম - সোভিয়েত রাশিয়ার রাদুগা/প্রগতি/মীর প্রকাশনীর বাংলা বই

খুবই ভালো স্ক্যানিং, প্রিন্ট নেয়ার মতো। বে..."


এই সাইটটা বেশ জনপ্রিয়, এদের স্ক্যানিং ভালো, উদ্যোগও বেশ খাটাখাটুনি করে; কিন্তু লিগ্যাল ব্যাপারটা এখানে অস্পষ্ট। আরও বলা ভালো এদের আসলে এই বইগুলোর কপিরাইট নেই।


message 14: by Farhana (new)

Farhana Sufi (f_sufi) | 5 comments Jahangir wrote: "..."

কপিরাইট থাকার কথা না। 'রাদুগা', 'প্রগতি', এসব প্রকাশনী বিলুপ্ত হয়ে যাবার পরে কপিরাইট কার কাছে গেছে কে জানে? এগুলা তো স্রেফ সবার কাছ থেকে সংগ্রহ করে বইগুলাকে সংরক্ষণ করার প্রচেষ্টা। আমরা যেগুলা পড়েছি সেগুলা যেন অন্যরাও পড়তে পারে।


message 15: by Farhana (new)

Farhana Sufi (f_sufi) | 5 comments বাংলা ইবই এর আরও কিছু উদ্যোগ ইতিমধ্যে দেখেছি। 'বইয়ের হাট' নামের একটা ফেসবুক গ্রুপে মাঝে মাঝেই শেয়ার হয়।


message 16: by Jahangir (new)

Jahangir | 2 comments Farhana wrote: "Jahangir wrote: "..."

কপিরাইট থাকার কথা না। 'রাদুগা', 'প্রগতি', এসব প্রকাশনী বিলুপ্ত হয়ে যাবার পরে কপিরাইট কার কাছে গেছে কে জানে? এগুলা তো স্রেফ সবার কাছ থেকে সংগ্রহ করে বইগুলাকে সংরক্ষণ করার প্রচ..."


প্রচেষ্টাটা নিয়ে আমার আপত্তি নেই। বইগুলো এতিম হয়ে বিলুপ্ত হবার চেয়ে সবাই পড়তে পারা অবশ্যই শ্রেয়। সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার হিসেবে রুশ ফেডারেশন আবির্ভূত হওয়ায় বইগুলোর কপিরাইটের মালিক তারাই হবার কথা।


back to top