বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
বই আলোচনা (Book Reviews)
>
বই কিংবা গ্রুপ
date
newest »
newest »
message 1:
by
Tasfia
(new)
Feb 23, 2017 09:35AM
গ্রুপ টি ২০১৫ এর পর অচল হয়ে আছে :) বইপ্রেমী রা এটি কে আবার সরব করতে পারিনা ??
reply
|
flag
তাহলে আশেপাশে কেউ থাকলে সাড়া দেবেন, me Siam Sarker
Introduced with books just a few days ago. Let's see...
আসলে গুড রিসার্ডের গ্রুপ নামক জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয় আমার মত অনেকেই এখনো ব্যাপারটা শিখে উঠতে পারেন নি। অার এর ব্যবহারকারীও কম কিংবা সবাই বই পড়া নিয়ে ব্যস্ত। তবে সবাই চাইলেই এটাকে আবার অ্যাকটিভ করতে পারি আমরা।
Md. Faysal Alam wrote: "আসলে গুড রিসার্ডের গ্রুপ নামক জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয় আমার মত অনেকেই এখনো ব্যাপারটা শিখে উঠতে পারেন নি। অার এর ব্যবহারকারীও কম কিংবা সবাই বই পড়া নিয়ে ব্যস্ত। তবে সবাই চাইলেই এটাকে আবার অ্যাক..."একমত
যখন শুরু করা হয় গুডরিডসের এই গ্রূপ তখন রেসপন্স সেরকম ছিল নাই বলতে গেলে। মান্থলি গ্রূপ রিড এ বই সিলেকশনে ৯/১০ জন পার্টিসিপেট করতো কিন্তু সেই পর্যন্তই। বই রিভিউ পোস্ট হাতে গোনা ২/৩টা আছে, মান্থলি গ্রূপ রিড বই এর উপরে রিভিউ দেয়া হতনা। ফেসবুকে লাইক পাওয়ার মোটিভেশনে অনেকে ওখানেই রিভিউ দেয় অথচ গুডরিডসে একটি বইয়ের উপর সব রিভিউ/মতামত একসাথে একজায়গায় পাওয়া তা বেশি সহজ যা অন্য মেম্বারদের উপকার হয়। আমিও এইজন্যে উৎসাহ হারিয়ে ফেলে এতদিন গ্রূপে একটিভ ছিলাম না। কিন্তু আপনাদের মন্তব্য পরে আবারো গ্রূপ টা কে সচল করতে উদ্যোগ নিলাম। আশা করি এবার নিরাশ হয়ে আবার থেমে যাবোনা যদি অন্তত আপনাদের সাড়া পাই এখন থেকে।
Md. Faysal Alam wrote: "আসলে গুড রিসার্ডের গ্রুপ নামক জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয় আমার মত অনেকেই এখনো ব্যাপারটা শিখে উঠতে পারেন নি। অার এর ব্যবহারকারীও কম কিংবা সবাই বই পড়া নিয়ে ব্যস্ত। তবে সবাই চাইলেই এটাকে আবার অ্যাক..."
Tasfia wrote: "আসলে এডমিন কে একটিভ হওয়া দরকার, নাহলে কিছু পোস্ট করা রিভিউ দেয়া টা ঝামেলা"
গ্রুপের টপ ফোল্ডারের টপ পোস্ট গুলো গুডরিডস কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে করা গ্রুপ ওপেন করার পর পরই। পোস্ট গুলোতে আরো কি তথ্য যোগ করলে গুডরিডস ব্যবহার করতে শিখতে আপনাদের সুবিধা হবে তা নিয়ে মন্তব্য করতে পারেন।
Rules & Help Tips
Tasfia wrote: "আসলে এডমিন কে একটিভ হওয়া দরকার, নাহলে কিছু পোস্ট করা রিভিউ দেয়া টা ঝামেলা"
গ্রুপের টপ ফোল্ডারের টপ পোস্ট গুলো গুডরিডস কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে করা গ্রুপ ওপেন করার পর পরই। পোস্ট গুলোতে আরো কি তথ্য যোগ করলে গুডরিডস ব্যবহার করতে শিখতে আপনাদের সুবিধা হবে তা নিয়ে মন্তব্য করতে পারেন।
Rules & Help Tips
Bookish wrote: "যখন শুরু করা হয় গুডরিডসের এই গ্রূপ তখন রেসপন্স সেরকম ছিল নাই বলতে গেলে। মান্থলি গ্রূপ রিড এ বই সিলেকশনে ৯/১০ জন পার্টিসিপেট করতো কিন্তু সেই পর্যন্তই। বই রিভিউ পোস্ট হাতে গোনা ২/৩টা আছে, মান্থলি গ্র..."আপু,আমি চেষ্টা করছি।এই বছর খুব সামান্য হলেও কিছুটা রিভাইব করার জন্য কাজ করছি।আসলে এই অ্যাপকে আরও এডভান্স করা দরকার,কেমন যেন মান্ধাতার আমলের মত এর ফাংশন।
আরও বেশি কনভিয়েন্ট করতে হবে......
যাইহোক,সবাই অ্যাক্টিভ থাকবেন!
ধন্যবাদ।





