ReadBooks - বইপড় discussion

6 views
বই পড়- জীবন গড়

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Ahamed (last edited Oct 27, 2018 11:55PM) (new)

Ahamed Ismail (ahamedismail) | 1 comments বই পড় - জীবন গড়। কথাটা কতটুকু ঠিক? শুধু বই পড়ে কিভাবে জীবন গড়বো? বই পড়ে সেখান থেকে শিক্ষনীয় বিষয়গুলো নিতে হবে। এরপর সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেই তো জীবন গড়া যায়। কেবল ছাগলের মতো হলে হবে না। মানে ছাগল যেমন কোন বাছ-বিচার না করে যা পায় তাই খায়, তেমনি আমরা কোন যাচাই - বাছাই ছাড়াই অনেক ফালতু বই পড়ে সময় নষ্ট করি। আমাদের আরেকটা সমস্যা আছে। বই পড়ে সেখান থেকে শিক্ষনীয় বিষয়গুলো বের করে আনতে পারি না। যার কারণে দেখা যায়, অনেক ভালো ভালো বই পড়েও সেখান থেকে কাজের কিছুই শিখতে পারি না। আর শিখতে পারলেও সেটাকে কিভাবে প্র্যাকটিক্যালি লাইফে কাজে লাগানো যায় সেটা জানি না। আমার মনে হয়, কিভাবে একটা ভালো বই থেকে আমরা উপকৃত হতে পারবো এটার উপরে একটা ট্রেনিং কোর্স থাকলে ভালো হতো। যাই হোক, এই গ্রুপটা কিভাবে কাজ করবে বোঝার চেষ্টা করছি।


back to top