বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
Member area
>
নতুন বছরের জন্য কিছু বই চ্যালেঞ্জের আইডিয়া
date
newest »
newest »
২. বই থেকে মুভি তে রূপান্তরঃ
নিয়মঃ মুভি বানানো হয়েছে যেসব বই থেকে এমন কোন মুভি ২০১৪ এর মধ্যে দেখা হয়ে থাকলে সেই বই ২০১৫ তে পড়তে হবে অথবা এরকম বই ২০১৪ এর মধ্যে পড়ে থাকলে ২০১৫ তে মুভিটি দেখতে হবে। কে কতটি এরকম মুভি/বই কমপ্লিট করতে পারবে বছর শেষে দেখা যাবে!
>>> যারা বই (ইংলিশ) একটু কম পড়েন অথবা মুভি (ফরেন) একটু কম দেখেন তাদের কথা ভেবে এই চ্যালেঞ্জ এর নিয়মে একটু পরিবর্তন কথা চিন্তা করলাম। কেউ যদি ২০১৫-র মধ্যে বই এবং মুভি ২টাই পড়ে এবং দ্দেখে ফেলতে পারেন তাহলে সেটাও এই চ্যালেঞ্জ এ কাউন্ট করতে পারবেন।
নিয়মঃ মুভি বানানো হয়েছে যেসব বই থেকে এমন কোন মুভি ২০১৪ এর মধ্যে দেখা হয়ে থাকলে সেই বই ২০১৫ তে পড়তে হবে অথবা এরকম বই ২০১৪ এর মধ্যে পড়ে থাকলে ২০১৫ তে মুভিটি দেখতে হবে। কে কতটি এরকম মুভি/বই কমপ্লিট করতে পারবে বছর শেষে দেখা যাবে!
>>> যারা বই (ইংলিশ) একটু কম পড়েন অথবা মুভি (ফরেন) একটু কম দেখেন তাদের কথা ভেবে এই চ্যালেঞ্জ এর নিয়মে একটু পরিবর্তন কথা চিন্তা করলাম। কেউ যদি ২০১৫-র মধ্যে বই এবং মুভি ২টাই পড়ে এবং দ্দেখে ফেলতে পারেন তাহলে সেটাও এই চ্যালেঞ্জ এ কাউন্ট করতে পারবেন।
৩. মাসিক বই চ্যালেঞ্জঃ
প্রতি মাসে নতুন একটি ডিসকাশন পোস্ট এ সদস্যদের কাছ থেকে আগামী মাসে ওনারা কোন বই পড়তে ইচ্ছুক সেটার নমিনেশন চাওয়া হবে। একজন সদস্য একাধিক বই নমিনেট করতে পারবেন। ইংলিশ এবং বাংলা বই এর আলাদা নমিনেশন পোস্ট হবে। মাসের ২৩/২৪ তারিখ পর্যন্ত নমিনেশন দেয়ার সময় থাকবে এরপর group এর "Poll" ফিচারস এর সাহায্যে প্রতিটি নমিনেটেড বইকে সেখানে ভোটের সুযোগ করে দেয়া হবে, মাসের শেষ সপ্তাহ জুড়ে ভোট দেয়া চলবে। প্রতি মাসের ১ তারিখে সদস্যরা দেখতে পাবেন কোন বই সর্বচ্চ ভোট পেয়েছে এবং সেই বইটি ঐ মাসের মাসিক গ্রুপ রিড বই হবে। মাস জুড়ে সদস্যরা (যারা বইটি পড়েছেন) বইটির উপর ডিসকাশন করতে পারবেন।
একই চ্যালেঞ্জ সিরিজ বই এর জন্য ও করা যায়। একটি সিরিজকে ভোট এর মাধ্যমে নমিনেট করে সেটার একটি করে বই প্রতি মাসে পড়া যায়।
প্রতি মাসে নতুন একটি ডিসকাশন পোস্ট এ সদস্যদের কাছ থেকে আগামী মাসে ওনারা কোন বই পড়তে ইচ্ছুক সেটার নমিনেশন চাওয়া হবে। একজন সদস্য একাধিক বই নমিনেট করতে পারবেন। ইংলিশ এবং বাংলা বই এর আলাদা নমিনেশন পোস্ট হবে। মাসের ২৩/২৪ তারিখ পর্যন্ত নমিনেশন দেয়ার সময় থাকবে এরপর group এর "Poll" ফিচারস এর সাহায্যে প্রতিটি নমিনেটেড বইকে সেখানে ভোটের সুযোগ করে দেয়া হবে, মাসের শেষ সপ্তাহ জুড়ে ভোট দেয়া চলবে। প্রতি মাসের ১ তারিখে সদস্যরা দেখতে পাবেন কোন বই সর্বচ্চ ভোট পেয়েছে এবং সেই বইটি ঐ মাসের মাসিক গ্রুপ রিড বই হবে। মাস জুড়ে সদস্যরা (যারা বইটি পড়েছেন) বইটির উপর ডিসকাশন করতে পারবেন।
একই চ্যালেঞ্জ সিরিজ বই এর জন্য ও করা যায়। একটি সিরিজকে ভোট এর মাধ্যমে নমিনেট করে সেটার একটি করে বই প্রতি মাসে পড়া যায়।
" ১২ জনর - ১২ মাস " এর জন্য কিছু নাম দিলে ভাল হয় ! আমি তো বলতে গেলে নব্য পড়ুয়া । বই সম্পর্ক্র তেমন জানি না ! বই এর নাম দিলে সুবিধা হবে । :)
Idea gula valo.GR e onno group e challenge gula dekhleo kokhono participate kora hoini.ei group e hole korbo :)
Protik wrote: "" ১২ জনর - ১২ মাস " এর জন্য কিছু নাম দিলে ভাল হয় ! আমি তো বলতে গেলে নব্য পড়ুয়া । বই সম্পর্ক্র তেমন জানি না ! বই এর নাম দিলে সুবিধা হবে । :)"
বাংলা - ইংলিশ বই মিশিয়ে, শুধু বাংলা বই, শুধু ইংলিশ বই দিয়ে উদাহরণ দিয়ে দিচ্ছি (আমার মতে কে কোন ভাষার বই সিলেক্ট করতে চান তার নিজের পছন্দের উপর ছেড়ে দিলে ভালো হবে, নিজেকে চ্যালেঞ্জ করতে চাইলে একই চ্যালেঞ্জ বাংলা এবং ইংলিশ বই দুটো দিয়েই করতে পারেন)।
সদস্যদের বুক লগ দরকার এই চ্যালেঞ্জ এর জন্যও , যেন Protik ভাইয়ার মতো আরও অনেকে বই খুজে পান।
১. কমেডি উপন্যাস - টেনিদা সমগ্র, Fortunately, the Milk, আবার তোরা কিপ্টে হ -আনিসুল হক, বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার
২. থ্রিলার উপন্যাস - masud rana series, Killing Floor, ব্যোমকেশ সমগ্র, কন্ট্রাক্ট, নেমেসিস
৩. অ্যাডভেঞ্চার উপন্যাস - Sambhala: The Journey Begins, Ice Hunt, The Maze of Bones
৪. হরর উপন্যাস - শুধুই গল্প, It, The Shining 11/22/63
৫. কিশোর উপন্যাস - কিশোর গল্পসমগ্র তিন গোয়েন্দা সিরিজ
৬. ঐতিহাসিক উপন্যাস - The Blood Telegram: Nixon, Kissinger, and a Forgotten Genocide, চিলেকোঠার সেপাই, মা -আনিসুল হক, জোছনা ও জননীর গল্প, বাদশাহ নামদার, ১৯৭১
৭. রোমান্টিক উপন্যাস - তোমাকে, The Fault in Our Stars
৮. নন-ফিকশন বই - The Pilgrimage, দেশে বিদেশে
৯. ফ্যান্টাসি উপন্যাস - Harry Potter and the Sorcerer's Stone, The Lightning Thief কাবিল কোহকাফী
১০. সায়েন্স-ফিকশন উপন্যাস - মেতসিস, Deception Point, অবনীল, পৃ, টাইট্রন একটি গ্রহের নাম, ত্রাতুলের জগৎ
১১. ক্ল্যাসিক উপন্যাস - Gora, Wuthering Heights
১২. ওয়েস্টার্ন উপন্যাস - Law of the Desert Born: Stories, সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন উপন্যাস
সদস্যরা নিশ্চই আরো অনেক, আরো ভালো বই এর নাম দিতে পারবেন। সদস্যরা চ্যলেঞ্জটা শুরু করলে আরও অনেক বই এর নাম এমনিতেই পাওয়া যাবে, বেছে নিতে ইনশাল্লাহ অসুবিধা হবেনা কারো।
বাংলা - ইংলিশ বই মিশিয়ে, শুধু বাংলা বই, শুধু ইংলিশ বই দিয়ে উদাহরণ দিয়ে দিচ্ছি (আমার মতে কে কোন ভাষার বই সিলেক্ট করতে চান তার নিজের পছন্দের উপর ছেড়ে দিলে ভালো হবে, নিজেকে চ্যালেঞ্জ করতে চাইলে একই চ্যালেঞ্জ বাংলা এবং ইংলিশ বই দুটো দিয়েই করতে পারেন)।
সদস্যদের বুক লগ দরকার এই চ্যালেঞ্জ এর জন্যও , যেন Protik ভাইয়ার মতো আরও অনেকে বই খুজে পান।
১. কমেডি উপন্যাস - টেনিদা সমগ্র, Fortunately, the Milk, আবার তোরা কিপ্টে হ -আনিসুল হক, বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার
২. থ্রিলার উপন্যাস - masud rana series, Killing Floor, ব্যোমকেশ সমগ্র, কন্ট্রাক্ট, নেমেসিস
৩. অ্যাডভেঞ্চার উপন্যাস - Sambhala: The Journey Begins, Ice Hunt, The Maze of Bones
৪. হরর উপন্যাস - শুধুই গল্প, It, The Shining 11/22/63
৫. কিশোর উপন্যাস - কিশোর গল্পসমগ্র তিন গোয়েন্দা সিরিজ
৬. ঐতিহাসিক উপন্যাস - The Blood Telegram: Nixon, Kissinger, and a Forgotten Genocide, চিলেকোঠার সেপাই, মা -আনিসুল হক, জোছনা ও জননীর গল্প, বাদশাহ নামদার, ১৯৭১
৭. রোমান্টিক উপন্যাস - তোমাকে, The Fault in Our Stars
৮. নন-ফিকশন বই - The Pilgrimage, দেশে বিদেশে
৯. ফ্যান্টাসি উপন্যাস - Harry Potter and the Sorcerer's Stone, The Lightning Thief কাবিল কোহকাফী
১০. সায়েন্স-ফিকশন উপন্যাস - মেতসিস, Deception Point, অবনীল, পৃ, টাইট্রন একটি গ্রহের নাম, ত্রাতুলের জগৎ
১১. ক্ল্যাসিক উপন্যাস - Gora, Wuthering Heights
১২. ওয়েস্টার্ন উপন্যাস - Law of the Desert Born: Stories, সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন উপন্যাস
সদস্যরা নিশ্চই আরো অনেক, আরো ভালো বই এর নাম দিতে পারবেন। সদস্যরা চ্যলেঞ্জটা শুরু করলে আরও অনেক বই এর নাম এমনিতেই পাওয়া যাবে, বেছে নিতে ইনশাল্লাহ অসুবিধা হবেনা কারো।
মজার আরেকটি চ্যালেঞ্জ এর কথা মাথায় আসল।
এটার নাম - স্ক্যাভেঞ্জার হান্ট। কিছু জিনিস এর নাম সহ একটি লিস্ট থাকবে। আপনি যেই বইগুলো এ বছর পড়বেন তার মধ্য থেকে এদের কে খুজে নিতে হবে। যদি পেয়ে যান, একটি পোস্ট/আপনার নিজের বুক লগ তৈরি করে জিনিস গুলোর নামের পাশে বইয়ের পেজ নাম্বার, বইয়ের নাম এবং লেখকের নাম দিয়ে দেবেন। বাংলা এবং ইংলিশ ২ট ভাষার যেকোন বই এই চলবে।
আমি এখানে একটি লিস্ট বানালাম। লিস্ট এ আর কি ইন্টারেস্টিং জিনিস যোগ করা যায় মতামত দেয়ার অনুরোধ থাকলো সদস্যদের কাছে। লিস্টটা তে মোট ৫০টি জিনিস দেয়ার ইচ্ছা আছে।
4. স্ক্যাভেঞ্জার হান্ট লিস্ট (Scavenger Hunt List)
১. একটি লাল জুতো (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১. একটি দোতলা বাড়ি (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৩. একটি কালো বিড়াল (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৪. একজন ডক্টর (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৫. একটি সাদা গাড়ি (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৬. একজোড়া খড়ম (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৭. একজোড়া সানগ্লাস (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৮. একটি দেয়াল ঘড়ি (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৯. একজন পুলিশ (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১০. একটি উপহার (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১১. একটি প্রজাপতি (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১২. একটি মোবাইল ফোন (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৩. একটি ছাতা (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৪. একটি কাক (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৫. একটি বন (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৬. একটি বাগান (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৭. একটি ফুটপাথ (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৮. একটি নদী (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৯. একজন গ্রীক/রোমান-দেবতা/দেবী (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২০. একটি ভ্যাম্পায়ার (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২১. একটি পুকুর (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২২. একটি নৌকা (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২৩. একটি শার্ট (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২৪. একজোড়া হাতকড়া/হ্যান্ডকাফস (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২৫. একটি খুন (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
এটার নাম - স্ক্যাভেঞ্জার হান্ট। কিছু জিনিস এর নাম সহ একটি লিস্ট থাকবে। আপনি যেই বইগুলো এ বছর পড়বেন তার মধ্য থেকে এদের কে খুজে নিতে হবে। যদি পেয়ে যান, একটি পোস্ট/আপনার নিজের বুক লগ তৈরি করে জিনিস গুলোর নামের পাশে বইয়ের পেজ নাম্বার, বইয়ের নাম এবং লেখকের নাম দিয়ে দেবেন। বাংলা এবং ইংলিশ ২ট ভাষার যেকোন বই এই চলবে।
আমি এখানে একটি লিস্ট বানালাম। লিস্ট এ আর কি ইন্টারেস্টিং জিনিস যোগ করা যায় মতামত দেয়ার অনুরোধ থাকলো সদস্যদের কাছে। লিস্টটা তে মোট ৫০টি জিনিস দেয়ার ইচ্ছা আছে।
4. স্ক্যাভেঞ্জার হান্ট লিস্ট (Scavenger Hunt List)
১. একটি লাল জুতো (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১. একটি দোতলা বাড়ি (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৩. একটি কালো বিড়াল (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৪. একজন ডক্টর (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৫. একটি সাদা গাড়ি (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৬. একজোড়া খড়ম (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৭. একজোড়া সানগ্লাস (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৮. একটি দেয়াল ঘড়ি (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
৯. একজন পুলিশ (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১০. একটি উপহার (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১১. একটি প্রজাপতি (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১২. একটি মোবাইল ফোন (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৩. একটি ছাতা (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৪. একটি কাক (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৫. একটি বন (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৬. একটি বাগান (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৭. একটি ফুটপাথ (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৮. একটি নদী (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
১৯. একজন গ্রীক/রোমান-দেবতা/দেবী (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২০. একটি ভ্যাম্পায়ার (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২১. একটি পুকুর (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২২. একটি নৌকা (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২৩. একটি শার্ট (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২৪. একজোড়া হাতকড়া/হ্যান্ডকাফস (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
২৫. একটি খুন (বইয়ের পৃষ্ঠা, বইয়ের নাম, বইয়ের লেখক)
5. Reading Bingo Book Challenge!

1. A book published under more than One title
2. A book with a professional detective
3. A book with a man in the title
4. A book with a time, day, or month in the title
5. A book that features food or cook some way
6. A book with a lawyer, a courtroom, or a judge
7. A book by an author you’ve never read before
8. A book set in the Entertainment World
9. A book with a number in the title
10. A book by a local author
11. A Play
12. A book about a famous person
13. A book more than 100 years old
14. A book with antonyms in the title
15. A popular author’s first book
16. A book you saw on TV or heard about on the Radio
17. A book that become a Movie in 2015
18. A Pulitzer Prize-winning book
19. A banned book
20. A book set in a place you want to visit
21. A book that came out the year you were born
22. A book that’s been on your TR (To Read) pile for over 5 years
23. A translated book
24. A book you chose because of the cover
*Free Square
>>> Rules:
1. No re-reads allowed.
2. You are free to choose both Bangla and English books.
3. You can only include books for this challenge that you read in 2015 only.
4. You can choose any book from any genre for your Free Square slot. That's why it's called Free Square.

1. A book published under more than One title
2. A book with a professional detective
3. A book with a man in the title
4. A book with a time, day, or month in the title
5. A book that features food or cook some way
6. A book with a lawyer, a courtroom, or a judge
7. A book by an author you’ve never read before
8. A book set in the Entertainment World
9. A book with a number in the title
10. A book by a local author
11. A Play
12. A book about a famous person
13. A book more than 100 years old
14. A book with antonyms in the title
15. A popular author’s first book
16. A book you saw on TV or heard about on the Radio
17. A book that become a Movie in 2015
18. A Pulitzer Prize-winning book
19. A banned book
20. A book set in a place you want to visit
21. A book that came out the year you were born
22. A book that’s been on your TR (To Read) pile for over 5 years
23. A translated book
24. A book you chose because of the cover
*Free Square
>>> Rules:
1. No re-reads allowed.
2. You are free to choose both Bangla and English books.
3. You can only include books for this challenge that you read in 2015 only.
4. You can choose any book from any genre for your Free Square slot. That's why it's called Free Square.
Nusrat wrote: "reading Bingo khelbo ^_^"
^_^ kheli cholen
Book log khule felen na ekta amar moto... challenge gulor track rakhte subhida hobe... ami aajke amar book log e Reading Bingo ta add korbo jehetu ar ekjon utsahi member pawa gelo :D
link: amar book log
^_^ kheli cholen
Book log khule felen na ekta amar moto... challenge gulor track rakhte subhida hobe... ami aajke amar book log e Reading Bingo ta add korbo jehetu ar ekjon utsahi member pawa gelo :D
link: amar book log
Bookish wrote: "Nusrat wrote: "reading Bingo khelbo ^_^"^_^ kheli cholen
Book log khule felen na ekta amar moto... challenge gulor track rakhte subhida hobe... ami aajke amar book log e Reading Bingo ta add kor..."
book log kivabe khule? :/
[***Photos gulo bhalo moto dekha na gele ei link e chole jan
photos]
Group home page e giye discussion board er right corner er "New" link e click korben

Topic e ami likhechi "Bookish's ২০১৫ বইতালিকা" apni Nusrat's ২০১৫ বইতালিকা or Nusrat's Book Log - 2015 likhte paren. Erpor comment box e "Reading bingo" list copy paste kore din. Proti challenge er jonne alada alada post create korte comment box use korben. Image add korte chaile format code dite hobe

format code diye image add korle emon dekhabe

Aro formatting tips

Apnar goodreads account e bookshelf e add kora jekono book e edit review option e gele right corner e formatting tips gulo dekhay.
photos]
Group home page e giye discussion board er right corner er "New" link e click korben

Topic e ami likhechi "Bookish's ২০১৫ বইতালিকা" apni Nusrat's ২০১৫ বইতালিকা or Nusrat's Book Log - 2015 likhte paren. Erpor comment box e "Reading bingo" list copy paste kore din. Proti challenge er jonne alada alada post create korte comment box use korben. Image add korte chaile format code dite hobe

format code diye image add korle emon dekhabe

Aro formatting tips

Apnar goodreads account e bookshelf e add kora jekono book e edit review option e gele right corner e formatting tips gulo dekhay.
Bookish wrote: "[***Photos gulo bhalo moto dekha na gele ei link e chole janphotos]
Group home page e giye discussion board er right corner er "New" link e click korben
Topic e ami likhechi "Bookish's ২০১৫ বইত..."
THNX a TON !!
Fariha wrote: "Reading bingo seems interesting!but amar jonno beshi tough hobe,I never read any 'play' :("
Me too Fariha! But Reading Bingo Year Long Challenge. Come on! 1ta play ki ei 12 months e porte parbona? :) Ekta easy dekhe play choose koren, cholen 2jon eksathe pore feli :D
Me too Fariha! But Reading Bingo Year Long Challenge. Come on! 1ta play ki ei 12 months e porte parbona? :) Ekta easy dekhe play choose koren, cholen 2jon eksathe pore feli :D
Bookish wrote: "Fariha wrote: "Reading bingo seems interesting!but amar jonno beshi tough hobe,I never read any 'play' :("Me too Fariha! But Reading Bingo Year Long Challenge. Come on! 1ta play ki ei 12 months e..."
Okay,maybe I'll give it a try. I'm going to make a book log :)
Fariha wrote: "
Okay,maybe I'll give it a try. I'm going to make a book log :) "
Good idea! I'll keep an eye on your Book Log & see what play you will choose ;)
Okay,maybe I'll give it a try. I'm going to make a book log :) "
Good idea! I'll keep an eye on your Book Log & see what play you will choose ;)
Bookish wrote: "Fariha wrote: "Okay,maybe I'll give it a try. I'm going to make a book log :) "
Good idea! I'll keep an eye on your Book Log & see what play you will choose ;)"
Then you'll have to wait for a long time cause that play is probably going to be the last one that I'll try (if I can finish everything else on the list) :p
Fariha wrote: "Then you'll have to wait for a long time cause that play is probably going to be the last one that I'll try (if I can finish everything else on the list) :p"
hahaha no prob I can wait. Actually we are thinking alike on this, I was planning to read the play at the end too! :p
hahaha no prob I can wait. Actually we are thinking alike on this, I was planning to read the play at the end too! :p
Bookish wrote: "Protik wrote: "" ১২ জনর - ১২ মাস " এর জন্য কিছু নাম দিলে ভাল হয় ! আমি তো বলতে গেলে নব্য পড়ুয়া । বই সম্পর্ক্র তেমন জানি না ! বই এর নাম দিলে সুবিধা হবে । :)"বাংলা - ইংলিশ বই মিশিয়ে, শুধু বাংলা বই, ..."
আগে পড়া বই যদি আবার পড়ি, তাহলে কি সেটা চ্যালেঞ্জের গণনায় ধরা যাবে?
Auyon wrote: "Bookish wrote: "Protik wrote: "" ১২ জনর - ১২ মাস " এর জন্য কিছু নাম দিলে ভাল হয় ! আমি তো বলতে গেলে নব্য পড়ুয়া । বই সম্পর্ক্র তেমন জানি না ! বই এর নাম দিলে সুবিধা হবে । :)"
বাংলা - ইংলিশ বই মিশিয়ে,..."
একেক জায়গায় একেক নিয়ম ফলো করে ভাইয়া। অনেকে আগে পড়া বই পুনরায় পড়লে দুষ্টুমি করে এটাকে "cheating" করা বলে :p। Re-read করতে যদি আগ্রহী হন মনে হয় সেটা সীমিত সংখ্যার মধ্যে করলে ভালো। গ্রুপে চ্যালেঞ্জ এর ব্যাপারটা যেহেতু নতুন, প্রথম বছরে মনে হয় নতুন বই পড়তেই হবে এই নিয়মটা শিথিল রাখলে সবার জন্য সহজ হবে। আমি নিজে চেষ্টা করছি সব ই নতুন বই পড়তে। :)
বাংলা - ইংলিশ বই মিশিয়ে,..."
একেক জায়গায় একেক নিয়ম ফলো করে ভাইয়া। অনেকে আগে পড়া বই পুনরায় পড়লে দুষ্টুমি করে এটাকে "cheating" করা বলে :p। Re-read করতে যদি আগ্রহী হন মনে হয় সেটা সীমিত সংখ্যার মধ্যে করলে ভালো। গ্রুপে চ্যালেঞ্জ এর ব্যাপারটা যেহেতু নতুন, প্রথম বছরে মনে হয় নতুন বই পড়তেই হবে এই নিয়মটা শিথিল রাখলে সবার জন্য সহজ হবে। আমি নিজে চেষ্টা করছি সব ই নতুন বই পড়তে। :)
Bookish wrote: "Auyon wrote: "Bookish wrote: "Protik wrote: "" ১২ জনর - ১২ মাস " এর জন্য কিছু নাম দিলে ভাল হয় ! আমি তো বলতে গেলে নব্য পড়ুয়া । বই সম্পর্ক্র তেমন জানি না ! বই এর নাম দিলে সুবিধা হবে । :)"বাংলা - ইং..."
অসংখ্য ধন্যবাদ। বিঙ্গো আর স্ক্যাভেঞ্জার হান্ট খুব মজার আইডিয়া মনে হচ্ছে।
Auyon wrote: "Bookish wrote: "Auyon wrote: "Bookish wrote: "Protik wrote: "" ১২ জনর - ১২ মাস " এর জন্য কিছু নাম দিলে ভাল হয় ! আমি তো বলতে গেলে নব্য পড়ুয়া । বই সম্পর্ক্র তেমন জানি না ! বই এর নাম দিলে সুবিধা হবে ।..."
স্ক্যাভেঞ্জার হান্ট এমনি আইডিয়া হিসেবে দিয়েছিলাম। আপনাকে স্ক্যাভেঞ্জার হান্ট এ পারটিসিপেট করতে দেখে নতুন করে আমারো এটাতে ইন্টারেস্ট আসলো।
স্ক্যাভেঞ্জার হান্ট এমনি আইডিয়া হিসেবে দিয়েছিলাম। আপনাকে স্ক্যাভেঞ্জার হান্ট এ পারটিসিপেট করতে দেখে নতুন করে আমারো এটাতে ইন্টারেস্ট আসলো।
স্ক্যাভেঞ্জার হান্ট এর আইটেম গুলো থেকে একাধিক আইটেম একটি নির্দিষ্ট বইয়ে খুঁজে পেলে সেটা allowed. যেমন আমি দোতালা বাড়ি, লাল গাড়ি, পুলিশ, খুন এবং একটি মোবাইল খুঁজে পেয়েছি - ১৯৫২ বইটি থেকে এরই মধ্যে :)
Bookish wrote: "স্ক্যাভেঞ্জার হান্ট এর আইটেম গুলো থেকে একাধিক আইটেম একটি নির্দিষ্ট বইয়ে খুঁজে পেলে সেটা allowed. যেমন আমি দোতালা বাড়ি, লাল গাড়ি, পুলিশ, খুন এবং একটি মোবাইল খুঁজে পেয়েছি - ১৯৫২ বইটি থেকে এরই মধ্যে :)"- দিলাম কিন্তু কপি-পেস্ট করে!!! ;)
ঠিক আছে আপু। ১৯৫২ পড়ার সময় খেয়াল করিনি, আর এই চ্যলেঞ্জের কথা জানাও ছিল না তখন। যাই হোক, এখন থেকে বই পড়ার সময় চোখ কান খোলা রাখব (ইয়ে, মানে চোখ খোলা না রাখলে তো পড়াই হবে না, মনের চোখ-কানও খোলা রাখবো)
স্ক্যাভেঞ্জার হান্ট এ লাল গাড়ি নয় সাদা গাড়ি আছে। লাল জুতো এবং সাদা গাড়ি আইটেম ২টার মধ্যে গুলিয়ে ফেলেছিলাম।
Books mentioned in this topic
কাবিল কোহকাফী (other topics)11/22/63 (other topics)
The Shining (other topics)
জোছনা ও জননীর গল্প (other topics)
নেমেসিস (other topics)
More...




১. জানুয়ারিঃ কমেডি উপন্যাস
২. ফ্রেব্রুয়ারিঃ থ্রিলার উপন্যাস
৩. মার্চঃ অ্যাডভেঞ্চার উপন্যাস
৪. এপ্রিলঃ হরর উপন্যাস
৫. মেঃ কিশোর উপন্যাস
৬. জুনঃ ঐতিহাসিক উপন্যাস
৭. জুলাইঃ রোমান্টিক উপন্যাস
৮. আগস্টঃ নন-ফিকশন বই
৯. সেপ্টেম্বরঃ ফ্যান্টাসি উপন্যাস
১০. অক্টোবরঃ সায়েন্স-ফিকশন উপন্যাস
১১. নভেম্বরঃ ক্ল্যাসিক উপন্যাস
১২. ডিসেম্বরঃ ওয়েস্টার্ন উপন্যাস