বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
Rules & Help Tips
>
Goodreads বই গ্রুপ কি? এইসব গ্রুপ এ কি হয়?
date
newest »
newest »
Tasnim wrote: "আমি নতুন মেম্বার। বই পড়ার অভ্যাস করার জন্য কিছু হেল্প দরকার, তাই জয়েন দিলাম।"Good. Welcome.







Goodreads এর এই বই এর গ্রুপ গুলো, বুক ক্লাব এর ভারচুয়্যাল সংস্করণ এর মত। ক্লাব বলতে আমরা যা বুঝি, একগুচ্ছ মানুষ যাদের মধ্যে একটি কমন ইন্টারেস্ট থাকে তারা একত্রিত হয়ে সেই ইন্টারেস্ট রিলেটেড এক্টিভিটিস করে। যেমন সাইকেল ক্লাব - একসাথে দলগত ভাবে সাইকেল চালিয়ে ঘুরে বেরায়, বিশেষ দিনে অথবা একটি ইস্যুর প্রতি সমর্থন দেখাতে র্যালি করে, সাইকেল চালানো শিখানোর মত কাজে যুক্ত থাকে।
বুক ক্লাব গুলোর প্রধান উদ্দেশ্য থাকে একসাথে একটি বই পড়া এবং ওটার উপর গঠনমূলক আলোচনা করা, নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করা, বই পড়া নিয়ে আরো অনেক এক্টিভিটিস করা যেন ক্লাব টির সদস্যরা বই পড়তে আরো ইন্টারেস্টেড হয়।
ফেসবুক বই লাভারস গ্রুপ এ সবাই বই নিয়ে আলোচনাই তো করি, তাহলে নতুন করে এই প্ল্যাটফর্ম এ আসা কেন? কারণ এই গ্রুপ এ অনেক কিছু অরগ্যানাইজড করে রাখা সম্ভব যেটা ফেসবুক এ করাটা একটু কঠিন আর ঐ যে বললাম বই ক্লাব গুলোতে একসাথে বই পড়াএবং আলোচনা করাটাই বেশি হয়। সেটা ফেসবুক এ এরেঞ্জ করাটা কঠিন হবে। এখানে চমৎকার সব ফিচারস আছে বুক ক্লাব এর এই বিষয়টিকে খেয়াল রেখে। আমরা যে সবাই শুধু একসাথে একই বই পড়ব শুধু তা না, বই নিয়ে অনেক মজার সব চ্যালেঞ্জিং গেমস ও খেলবো যেটাতে আপনি আপনার পছন্দ মতো অনেক বই পড়তে পারবেন।
*** Important Note:
যেই বই গুলো গ্রুপ এ পড়া হবে সেটা গ্রুপ এর বুকশেলফ এ add হবে। আমাদের সবার পারসোনাল একাউন্ট এ বুকশেলফস এর options আছে, সেখানে আমাদের নিজেদের পড়া বই add করতে পারবো যেভাবে খুশি ইচ্ছামতো। গ্রুপ বুকশেলফ শুধু গ্রুপ এ পড়া বই গুলো add করার জন্যে, সেখানে ইচ্ছেমত বই add না করার জন্যে অনুরোধ থাকলো সবার কাছে।